• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘রোনালদো তাড়াতাড়ি ক্লাব ছাড়লেই ভালো‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৪:০৪ পিএম
‘রোনালদো তাড়াতাড়ি ক্লাব ছাড়লেই ভালো‍‍’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমান জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। গুঞ্জনের কারণেই গত ম্যাচে শুরুর একাদশে রাখেননি কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। এবার ক্লাব ছাড়ার কথা বলেছেন জুভেন্টাসের স🔥াবেক প্রেসিডেন্ট। তারমতে  ‘রোনালদো যত আগে ক্লাব ছাড়বে ততই ভꩲালো’। 

তুরিনের ওল্ড লেডিদের ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেষ্টার সিটিতে যাওয়ার আলোচনা শোনা যাচ্ছে। এ ব্যাপারে জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট জিওভান্নি ক🙈োবোলি গিগলি বলেন, “ক্রিস্টিয়ানো রোনালদো সিরি আ শিরোপা জেতার জন্য ক্লাবের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছেন এবং ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই তাকে বিক্রি করতে চাই।” 

২০১৮-১৯ মৌসুমে রিয়াল মাদ্রি꧑দ থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাস𝔉ে যোগ দেন রোনালদো। ক্লাবের সঙ্গে চার বছরের চুক্তির শেষ বছরে আছেন তিনি। 

২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত জুভের সভাপতি ছিলেন জিওভান্নি কোবোলি গিগলি। সিরিআ নিউজকে তি♐নি বলেন, “আমি সব সময় সৎ ছিলাম। রোনালদোকে স্বাক্ষর করাটা একটি ভুল ছিল। বিনিয়োগ পুনরুদ্ধার করা অসম্ꦫভব এবং এটি এভাবেই চলতে থাকবে “

রোনালদোকে ক্লাব ছেড়ে চলে যেতে বলেন গিগলি। বলেন, “তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় কিন্তু আমাকে সৎ থাকতে হবে। যত তাড়াতাড়ি তিনি চলে যাব💛ে, তা তার এবং জুভেন্টাসের জন্য ততই ভালো।”

কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির ব্যাপারে গিগলি বলেন, “আমি আশা করি যে তিনি জানেন কীভাব💫ে তাকে ব্যবহার করতে হবে যা তিনি উদিনিসের বিপ𒁃ক্ষে করেছেন। আশা করি বুদ্ধিমত্তার সঙ্গে তিনি খেলা চালিয়ে যাবেন।”

রোলানদোকে ছাড়াই দল ভালো করে জানিয়ে গিগলি বলেন, “রোনালদো জুভেন্টাসের আক্রমণে বাধা দেয়। তাকে ছাড়া দল হিসেবে তারা চমৎকার কিছু করতে পারে।&r𝐆dquo;

Link copied!