• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৯ মাস পর দলে ফিরলেন বার্সার ফাতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০২:৪১ পিএম
৯ মাস পর দলে ফিরলেন বার্সার ফাতি

বার্সেলোনার তরুণ প্রতಌিভাবান খেলোয়াড় আনসু ফাতি গত মৌসুমে মাঠে নেমেই করেন বাজিমাত। কিন্তু চোটের কারণে তাকে দলের বাইরে থাকতে হয় দীর্ঘ সময়। প্রায় ৯ মাস পর ইনজুরির সমস্যা কাটিয়ে আবারও দলে ফিরেছেন স্পেনের এই তরুণ খেলোয়াড়। 𒁏ট্রেনিংয়ে দলের সবাই স্বাগত জানিয়েছেন ফাতিকে।

১৮ বছর বয়সী এ তরুণ ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের জ🐻রিপে ২০২১ সালে তরুণ খেলোয়াড়দের মধ্যে শীর্ষে ছিলেন।  

২০২০ সালের ইউরো শুরু হওয়ার আগেই স্পেন দল থেকে ছিটকে যান ফাতি। ক্লাব পর্যায়ে বার্সা𓃲র হয়ে মাঠে নেমেছিলেন ২০২০ সালের ৭ 𓆏নভেম্বর। সে ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সা। 

ইনজুরি থেকে ফিরলেও দলের শুরুর 🀅একাদশে ফাতিকে রেখে ঝুঁকি নিতে চান না কোচ রোনাল্ড কোমান। কোমানের মতে আন্তর্জাতিক বিরতির শেষে আগামী🍌 সেটেম্বরে মাঠে নামতে পারেন তিনি। 

কোমান বলেন, “আনসু মাত্রই চোট থেকে সেরে উঠেছেন, তিনি উন্নতি করছেন। তিনি ক𝔉বে মাঠে নামবেন, তা এখনই বলা কঠিন। যদি ২-৩ সপ্তাহের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তিনি দলের সঙ্গে প্রশিক্ষণে অংশ𒅌গ্রহণ করবেন। আর মাঠে নামা? সম্ভবত আন্তর্জাতিক বিরতির পর।”

যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ১১ সেপ্টেম্বর 𓄧সেভিয়ার বিপক্ষে মাঠে নামতে পারে♛ন তিনি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!