• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফিফা র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পেছাল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৯:৫৩ পিএম
ফিফা র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পেছাল বাংলাদেশ

প্রায় তিন মাস পর আবারও র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে বাংলাদেশ ফুটবলের দুঃসংবাদই প্রকাশ পেয়েছে। কারণ, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি হয়েছে ৪ ধাপ। আর বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যাদের নিয়ে মাতামাতি করে, সেই আর্জেন্টিনা ও ব্রাজিলের অবশ্য উন্নতি হয়েছে।&nbsꦰp;

র‍্যাঙ্কিং প্রকাশ করলেই যেন অবনমন হয়ে বাংলাদেশ ফুটবলের। চার ধাপ পিছিয়ে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ভুটানের চেয়েও এক ধাপ নিচে। সর্বশেষ পাঁচ-ছয় বছরে বাংলাদেশের অবস্থান ১৮০ ঘরেই ঘু🐓রাঘুরি করত। কিন্তু এবার ১৮৪ থেকে ১৮৮তম হয়েছে বাংলাদেশ। 

এদিকে সদ্যই কোꦉপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা ৮ থেকে দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ছয়ে। অন্যদিকে কোপার ফাইনালে হারলেও ৩ থেকে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। শীর্ষে আছে যথারীতি বেলজিয়াম🦋।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশ 

১    বেলজিয়াম
২    ব্রাজিল
৩    ফ্রান্স
৪    ইংল্যান্ড
৫    ইতালি
৬    আর্জেন্টিনা
৭    স্পেন    
৮    পর্তুগাল
৯    মেক্সিকো
১০    যুক্তরাষ্ট্র

সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের পর বাংলাদেশ তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটিতেও হেরেছে আর ড্র করেছে একটꦛিতে। বিশ্বকাপ ও 🌠এশিয়ান কাপের বাছাইপর্বের সেই তিন ম্যাচের প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল জেমি ডের দল। কিন্তু এরপর ভারতের বিপক্ষে (২-০), ওমানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। 

বাংলাদেশের ൩র‍্যাঙ্কিং পয়েন্ট 🐼আগের চেয়ে ৮ কমেছে। মে মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৪তম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৯১৭, কিন্তু এবার হয়েছে ৯০৯। 

এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ২৪তম অবস্থানে আছে জাপান। এরপরই আছে ইরান ২৬তম, অস্ট্রেলিয়া ৩৫তম, দক্ষিণ কোরিয়া ৩৬তম ও ২০২২ ব🃏িশ্বকাপের স্বাগতিক দল কাতꦗার আছে ৪২তম অবস্থানে।

Link copied!