• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফিফা বিশ্বকাপের ট্রফি আসছে ঢাকায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২২, ১১:৩৯ এএম
ফিফা বিশ্বকাপের ট্রফি আসছে ঢাকায়
ছবি সংগৃহীত

আগামী নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রাচജ্যের দেশ 𒐪কাতারে অনুষ্ঠিত হবে এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। এরই মধ্য শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপের আগে পরম আরাধ্য সেই ট্রফি বাংলাদেশের বুকে আসছে জুনের দ্বিতীয় সপ্তাহে।

এর আগে সবশেষ ২০১৩ সালে ঢাকায় বিশ্বকাপ ফুটবলের ট্রফি এসেছিল। কিন্তু ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে ট্রফি বাংলাদেশে পাঠায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে এবার আলাদা এক মোহ কাজ করবে দেশের ফুটবল সমর্থকদের। 

ফিফার ট্রফি সফরের কর্মাশিয়াল পার্টনার জনপ্রিয় পানীয় ব্র্যান্ড কোকাকোলা। ২০১৩ সালে কোকাকোলার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযো💯গিতায় তিন দিনব্যඣাপী ট্রফি প্রদর্শনী হয়েছিল। এবারও ঠিক তেমনই হবে বলে ধারণা করা হচ্ছে।

কাতার বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসার বিষয়টি বাফুফেকে নিশ্চিত করেছে ফিফা। এজন্য কোকাকোলা ইতোমধ্যে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পꦍেজে পোস্ট করে ট্রফি সফর আকর্ষণীয় করার লক্ষ্যে বিভ🔯িন্ন সভাও করেছে।

তবে বাফুফে কিংবা কোকাকোলা কেউই এই প্রসঙ🎀্গে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি না। তবে আগামী দুই-তিন দিনের মধ্যে দুই সংস্থা একটি যৌথ বিজ্ঞপ্তি অথবা সংবাদ সম্মেলনের মাধ্যমে 🐻ট্রফি আগমনের বিষয়টি অবহিত করবে।

সূত্র থেকে জানা ♛গেছে, "৮-৯ জুন ঢাকায় ট্রফি প্রদর্শনের জন্য থাকবে। নিরাপত্তা ইস্যু বিবেচনায় ট্রফি প্রদর্শনের স্থান শেষ মুহূর্তে ঘোষণা করবে বাফুফে ও কোকাকোলা।"

গত ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে আগের বছর ড🐻িসেম্বরের ১৭-১৯ তারিখ রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লুতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীয় হয়েছিল। সেখানে ফুটবলপ্রেমীরা পূর্ব নির্ধারিত রেজಌিস্ট্রেশনের মাধ্যমে ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরেছিল এবং সেই ছবি কোকাকোলার মাধ্যমে ততক্ষণাৎ প্রিন্ট কপিও পেয়েছিলেন দর্শনার্থীরা।

কোকাকোলা বিশ্বকাপ ট্রফি সফরের পৃষ্ঠপোষক। প্রতি বিশ্বকাপের আগে কোন কোন দেশে যাবে সেটা এই প্রতিষ্ঠান ও ফিফা যৌ🎉থভাবে ঠিক🐠 করে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে বাংলাদেশে না আসলেও শ্রীলঙ্কায় ট্রফি এসেছিল। এবার বাংলাদেশে আসছে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশে নাও যেতে পারে।

Link copied!