• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


র‍্যাঙ্কিংয়ে জয়ের বড় লাফ, মিরাজের উন্নতি


ফারজানা ববি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৮:০৩ পিএম
র‍্যাঙ্কিংয়ে জয়ের বড় লাফ, মিরাজের উন্নতি
ছবি সংগৃহীত

ডারবান টে🐈স্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের তরুণ ওপেনার মাহমুদুল হꦇাসান জয় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র জয়ই একপ্রান্ত আগলে বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে উইকেটের পতন ঘটে জয়ের ১৩৭ রানে বিদায়ে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে সব ফরম্যাট মিলিয়ে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানও এটি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে জয়ের দৃঢ়টায় টাইগাররা তিনশ'র কাছাকাছি স্কোর করতে সক্ষম হয়। এমনকি জয়ের শতরান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো বাংলাদেশির প্রথম টেস্ট সেঞ্চুরিও।

বাংলাদেশ প্রথম টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে  পরাজিত হলেও টেস্ট র‍্যাঙ্কিংয়ে জয় তার দারুণ শতকের স্🍌বীকৃতি পেয়েছেন। ব্যাটারদের তালিকায় ১০০ এর ঘরে প্রবেশ করেছেন সম্ভাবনাময় এই ওপেনার। ব্যাটারদের তালিকায় ৩৭ ধাপ এগিয়ে তিনি এখন ৬৬ নম্বরে অবস্থান করছেন।  

তবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ তিন ব্যাটার লিটন, মুশফিক ও মুমিনুল। প্রথম ইনিংসে ৪১ রানের ইনি💙ংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ লিটন চার ধাপ পিছিয়ে ১৩ থেকে ১৭-তꦅে রয়েছেন। বর্তমানে তার রেটিং ৬৬২। 

দুই ইনিংসেই রান পা🍸ননি অভিজ্ঞ মুশফিকও। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২১তম থাকলেও বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী সাত ধাপ পিছিয়ে ৬০০ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে রয়েছেন মুশফিক। 

ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুমিনুলও। র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে ৫৫১ রেটিং নিয়ে ৪৫-তম স্থানে⛦ রয়েছেন বাংলাদেশ দলের এ টেস্ট অধিনায়ক।

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। ডারবানে দুই ইনিংসে ৯৪ ও ৮৫ রান দিয়ে 🐼তিনটি করে উইকেট নিয়ে এই অফস্পিনার বোলারদের র‍্যাঙ্কিং🉐য়ে ৪ ধাপ এগিয়ে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের সাথে যৌথভাবে ৩১ নম্বরে আছেন তিনি।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ডিন এলগার ডারবান টেস্টে ৬৭ ও ৬৪ রানের দুটি ইনিংস খেলে তিন ধাপ এগিয়েছেন। এখন তার অবস্থান ১৩তম স্থানে। এছাড়া দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ দুই ধাপ এগিয়ে ꧒উঠেছেন ২৮তম স্থানে।

Link copied!