ব্যালন ডি’অর জয়ের রেকর্ড গড়লেন সর্বকালের সেরা ফুটবলারের একজন লিওনেল মেসি। গ্রহের একমাত্র খেলোয়াড় হিসেবে ৭ বার ব্য𓄧ালন ডি’অরের ট্রফিতে চুমো দিলেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যালন ডি’অরের ইতিহাসে মাত্র ১০ জন ফুটবলার একের অধিকবার সম্মানজনক এই পুরস্কার জিতেছেন। এর মধ্যে মেসির দখলেই রয়েছে ৭ বার।
চলুন দেখে নেওয়া যাক▨ একাধিকবার কার দখলে রয়েছে ব্যালন ডি’অর
১) লিওনেল মেসি - ৭ বার
২) ক্রিস্তিয়ানো রোনালদো - ৫ বার
৩) জোয়ান ক্রুইফ - ৩ বার
৪) ম্যাক্রো ভ্যান বাস্টেন - ৩ বার
৫) মিচেল প্লাতিনি - ৩ বার
৬) ফ্রাঞ্জ বেকেনবাওয়ার - ২ বার
৭) রোনালদো নাজারিও - ২ বার
৮) আলফ্রেডো ডি স্টেফানো - ২ বার
৯) কেভিন কিগান - ২ বার
১০) কার্ল হেইঞ্জ রুমিনিজ্ঞি - ২ বার