আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন বুধবার (২ মার্চ) নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিমꦇ। যার কারণে স🎀িরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি।
তবে আশার কথা হচ্ছে, চোট কাটিয়ে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পুরোপুরি ফিট হয়েছেন মুশফিক। সব কিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই মাইলফলক ❀স্পর্শ করবেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।
শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে অংশ নেন বাংলাদেশের 🐓সাবেক এই অধিনায়ক। ম্🦋যাচে ফিরতে নেটে পুরোদস্তর ব্যাটও করেন মুশফিক। পরে তার চোট নিয়ে স্বস্তির খবর জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম।
তিনি জানান, "বুধবার তার (মুশফিক) আঙুলে বল লাগার পর ব্যথ♏া অনুভূত হওয়ায় আমরা স্ক্যান করিয়েছি। কোনো সমস্যা ধরা পড়েনি। তবে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত অবজারভেশনে ছিল। দেখা গেছে যে, ফোলা আর নেই। আজকে নেটে সে ব্যাটিং করল। থ্রো ডাউন খেলল, স্পিনে ব্🐼যাট করল, পেস বোলিংও খেলল। সবমিলিয়ে সে ভালো আছে। দ্বিতীয় ম্যাচে দলে থাকার বিবেচনায় সে আসবে।"
গত বছরের নভেম্বরের পাকিস্তান সিরিজে দল থেকে বাদ দেয়া হয়েছিল বাংলাদ♒েশ দলের লিটল মাষ্টার মুশফিককে। তখন নির্বাচক প্যানেল থেকে বলা হয়েছিল, বিশ্রামে রাখা হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে। তবে পরে বিষয়টিকে ‘দল থেকে বাদ পড়েছেন’ বলে গণমাধ্যমকেꦑ জানান মুশফিক।
মুশফিক গেল বিপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও অভিজ্ঞতার বিচারে জায়গা পান আফগানিস্তান♍ সিরিজের দলে। বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহর (১১৪) পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতম্যাচের সামনে দাঁড়িয়ে ছিল মুশি। কিন্তু তখন বাধা হয়ে দাঁড়াল�� আঙ্গুলের চোট।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে হয়ত সেই অপেক্ষার অবসান ঘটতে চলছে বাংলাদেশের জার্সিতে সবমিলﷺে ৯৯ টি-টোয়েন্টি ম্যাচে ১৯.৭৯ গড়ে ১,৪৬৫ রান করা ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিꦇকেটারের।