• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেসিকে না পেয়ে আগুয়েরোর মন খারাপ- মারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৫:৩৯ পিএম
মেসিকে না পেয়ে আগুয়েরোর মন খারাপ- মারিয়া

প্যারিস সেন্ট জার্মꩲেইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া স্বীকার করেছেন যে লিওনেল মেসির বিদায়ের পর বার্সেলোনা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো খুব খারাপ অনুভব করছেন। বার্সায় মেসি থাকছেন এমন প্রলোভন দেখিয়ে এই গ্রীষ্ജমে আগুয়েরোকে দলে টেনেছেন কাতালানরা। 

কিন্তু লা লিগার আর্থিক অসঙ্গতির কারণে ইচ্ছা সত𒐪্ত্বেও মেসিকে দলে রাখতে পারেন নি বার্সা সভাপতি। মেসিকে বার্স🃏ায় না পেয়ে মন খারাপ করেছেন আগুয়েরো এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সতীর্থ ডি মারিয়া। 

টিসি স্পোর্টসে🎶 দেওয়া এক সাক্ষাৎকারের হাসতে হাসতে মারিয়া বলেন, "কুন পারলে আত্মহত্যা করে, কিꦯ আর করার আছে?" 

"মেসি বার্সেলোনা ছেড়েছেন। তবে, সবচেয়ে খারাপ বিষয় হল যﷺে, সে আবার চোট পেয়েছে এবং কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার।"

মেসির সঙ্গে খেলা খুবই সহজ জানিয়ে কোপা জয়ী মারিয়া বলেন, ";সত্যি বলতে আমার জন্য মেসির সঙ্গে খেলা খুবই সহজ। আপনি যদি দৌড় দেন, সে আপনার কাছে বল পাঠাবে এবং এটি আপনার পায়েই এসে🅘 পড়বে।"

মেসির সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে মারিয়া বলেন, "কোনꩲ কিছুর জন্য কোন অজুহাত নেই। মাঠে এবং মাঠে তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে। তিনি কী চান তা দেখা সহজ।" 

মেসিকে অন্য গ্রহের খেলোয়াড় জানিয়ে মারিয়া বলেন, "মেসি অন্য জগতের। আপনি তার দিকে পাথর ছুঁড়ে মেরেছেন অথচ দেখবেন তিনি এটিকে থামিয়ে দিয়েছেন।  তিনি আপনাকে এমনভাবে পাস করেছেন যেন এটি কিছুই নয়, অন্যলোক কি ভাব🌠ছেন তা তিনি আগেই ভেবে ফেলেন। আমি তার মতো কাউকেই দেখিনি।" 

যুগের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেও মেসিকেই সেরা বলছেন এই আর্জেন্টাইন। তিনি বলেন, "আমি ক্রিস্টিয়ানো, নেইমার, এমবাপ্পে, রুনি, ভ𝔍্যান পার্সি, ইব্রাহিমোভিচ, বেনজেমা, বেলের সঙ্গে খেলেছি এবং সত্যি বলতে আমি মেসির মতো কাউকেই দেখিনি। তিনি অনন্য,তিনি সবার থেকে আলাদা।" 

প্যারিসে এসে মেসি ভালো বোধ করছেন মেসি, "𝔍আমি মনে করি কাতালোনিয়ার চেয়ে মেসি এখানে ভালো বোধ করবেন। প্যারিসে তিনি যে সংবর্ধনা পেয়েছেন, আমি মনে করি তিনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন তিনি কী নিয়ে এসেছেন, ভবিষ্যতে কী করবেন।" 

এখনকার সমর্থকেরা মেসির জন্য অপেক্ষা করছেন জানিয়ে মারিয়া বলেন, "এখানকার লোকেরা প্রতিটি প্র্যাকটিস সেশনে এবং প্রতিটি খেলায় তাকে দেখবেন। এখন আমরা যখন বাইরে যাই তখন কমপক্ষে ২০০ জন মানুষ আম💧াদ🀅ের চারপাশে থাকে।"

Link copied!