মিনিস্টার ঢাকার বিপক্ষে ১৮৪ রান তাড়া করে দারুণ জয় পেয়𝐆েছে খুলনা টাইগার্স। জয়ের নায়ক রনি তালুকদার ম্যাচꦰ শেষে বলেন, অধিনায়ক মুশফিকুর রহিমের কৌশলে জয়ের দেখা পেয়েছেন তারা।
ঢাক༒া ১৮৩ রান করে বেশ নির্ভার ছিল। কিন্তু নিরাপদ পুঁজিও ঠেকাতে পারেনি তাদের পরাজয়। অনায়াসেই ম্যাচ জিতে নেয় খুলনা।
খুলনার ইনিংসে গতি আনেন আন্দ্রে ফ্লেচার ও রনি। ফ্লেচার ৪৫ রানে আউট হলেও রনি ৪২ বলে ৬১ রান করে দলকে জয় পেতে বড় ভূমিকা পালন করেন। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে রনি বলেন, লক্ষ্য বড় হলেও তাদেরকে সাহসের সাথে মোকাবিলা করার পরামর্শ☂ দিয়ে🦹ছিলেন অধিনায়ক মুশফিক।
রনি বলেন, “আমাদের পরিকল্পনা স্বাভাবিক ছিল। মুশফিক ভাই ম𝐆্যাচ জেতার পরিকল্পনায় ছিলেন। শিশির ছিল মাঠে, উইকেটে বল আসছিল, ম💫ুশফিক ভাই কাজটা সহজ করে দিয়েছিলেন যে কীভাবে খেলতে হবে। মুশফিক ভাই বলেছিলেন, উইকেটে গিয়ে বলের মেরিট অনুযায়ী খেলবি, দেখবি হয়ে যাবে। সেভাবেই খেলে হয়ে গেছে।”