• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুমিনুলের সেঞ্চুরিতে এইচপি দলকে বড় রানের চ্যালেঞ্জ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৩:১২ পিএম
মুমিনুলের সেঞ্চুরিতে এইচপি দলকে বড় রানের চ্যালেঞ্জ 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডꦛিয়ামে বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি এইচপি দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচে বড় রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুমিনুল হক। এছাড়া মুশফিকুর রহিমের ঝড়ো ফিফটিতে ৩২২ রানের বিশাল রানের সংগ্রহ পেয়েছে ‘এ’ দল। 

প্রথমে ব্যাট করতে নেমে দুই অপেনার নাজমুল💜 হোসেন শান্ত ও মুমিনুলের ব্যাটে দুর্দান্ত শুরু 🌄পায় ‘এ’ দল। ৬৭ রান করে আউট হন শান্ত। আরেক অপেনার মুমিনুল হক এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে শতরান তুলে নেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৮ রান। এ রান করতে ২টি ছক্কার সঙ্গে ১১টি চার হাকিয়েছেন তিনি। 

তিন নম্বরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতো এ ম্যাচেও ফিফটি করেন মুশফিক। ৫৩ বলে ৬২ রান করেন দেশসেরা এ🗹ই ব♏্যাটসম্যান।

এছাড়া ১৬ বলে ২৫ রান করেন মোহাম্মদ মিঠুন। ১০ বলে ১৩ রান আসে মোসাদ্♛দেকের ব্যাট থেকে। 

বিসিবি এইচপি দলের হয়ে চার উই🤪কেট নিয়েছেন রাজা। নির্ধারিಞত ১০ ওভারে ৪২ রান দিয়েছেন তিনি। এছাড়া আমিনুল ও সুমনের শিকার একটি করে উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):
বাংলাদেশ ‘এ’ দল ৩২২/৭ (৫০), মুমিনুল ১২৮, শান্ত ৬৭, মুশফিক ৬২, ইমরুল ০, মিঠুন ২৫, মোসাদ্দেক ১৮, শুক্কুর ১০*, নাইম ৩, রাব্�ꦅ�বি ১*; রুয়েল ১০-০-৭৫-১, রাজা ১০-০-৪২-৪, আমিনুল ৭-০-৪৩-১, সুমন ১০-০-৫৮-১।

Link copied!