ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বশ🍸েষ তিন সিরিজেই জিতেছে টাইগাররা। এর মধ্যে ঘরের মাঠে টানা দুই সিরিজ ও জিম্বাবুয়ের মাটিতে সিরিজ। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে, ঘরের মাঠে সিরিজগুলোতে ছিল তার উল্টো। রান পেতে ব্যাটসমানদের ধুঁকতে দেখা গেছে মিরপুরে। তবে ঘরের মাঠে বোলিং উইকেটে খেলা হলেও, বিশ্বকাপে টাইগারদের খেলতে হবে স্পোর্টিং উইকেটে। আইসিসির এ ইভেন্টে ভালো করার আশা তরুণ টাইগার ব্যাটসম্যান শামীম হোসেন।
জিম্বা🐼বুয়ের মাঠিতে দুর্দান্ত খেলে ম্যাচও জিতিয়েছেন শামীম। তবে ঘরের মাঠে দুই সিরিজেই যেন হারিয়ে খুঁজেছেন নিজেকে। যুবাদের হয়ে ব💛িশ্বকাপজয়ী এ খেলোয়াড় বিশ্বকাপে ভালো করার জন্য মুখিয়ে আছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের শামীম বলেন, ‘উইকেট কিন্তু অনেক ম্যাটার করে। আপনারা দেখেছেন এখানে এবারে উইকেটটা একটু ভিন্ন ছিল। বღিশ্বকাপের উইকেটটা কিন্তু ভালো হওয়াটাই স্বাভাবিক। আমাদের সিনিয়র ক্রিকেটাররা আছেন, আমি অনেক আশাবাদী ওনারা ওখানে অনেক ভালো করবেন। যদি দেখেন আমাদের মেইন ব্যাটসম্যানরাও কিন্তু সফল হতে পারেননি এখানে। তো ওখানে সবাই ভাল করবে ইনশা আল্লাহ।’
দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে আরও শিখতে চান শামীম। বলেন, ‘বিশ্বকাপের লক্ষ্য বলতে যেহেতু এবার আমি প্রথমবার সুযোগ পেয়েছি এখনো সেভাবে তেমন কিছু চিন্তা করিনি। আমি টিমের সাথে যেতে পারছি এটাই আমার কাছে বড় কিছু। জুনিয়র হিসেবে দলের সিনিয়র ক্রিকেটার🍬দের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে বাছাইপর্বের ম্যাচ দিয়ে। আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মা𝔍ঠে নামবে টওাইগাররা।