প্🐭যারিসের ক্লাব পিএসজিতে আসার পর থেকে ইনজুরি যেন পিছু ছাড়ছে না মেসির। এবার শঙ্কা ছিল ইনজুরি থেকে সুস্থ হয়ে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন কিনা। সে শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই🍎য়ে উরুগুয়ের বিপক্ষে মেসি খেলবেন বলে জানিয়েছেন তিনি।
আর্জেন্টিনা🧸 কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘‘মেসি সুস্থ হয়ে গিয়েছে। সে উরুগুয়ের বিপক্ষে খেলতে চায়। আমিও ওকে নামাতে চাইছি।’’
দেশের হয়ে সব ম্যাচই খেলতে চান মেসি। এ কারণেই মেসির ওপর চটেছিলেন পিএসজির ফুটবল ডিরেক্টর লিওনার্দো। তার বিষয়ে স্কালোনি বল🉐েন, ‘‘মেসি সম্প্রতি জাতীয় দলের জন্য বেশি সময় খেলায় বিরক্তি প্রকাশ করেছেন লিওনার্দো। কিন্তু আমরা নিয়মের মধ্যে থেকেই মেসিকে ডেকেছি। ইউরোপের ক্লাবগুলির সমস্যা এটাই।’’
স্কালোনির অধীনে দুর্দান্ত খেলছে আর🍨্জেন্টিনা। সর্বশেষ 𒐪২৫ ম্যাচ ধরে অপরাজিত তারা।
বিশ্বকাপ বাচাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৭ জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মেসির আর্জেন্টিনা। এক মꦏ্যাচ বেশী খেলে ৩৪ পয়েন্ট নিয়ে ইಞতিমধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল।
জাতীয় দলের হয়েও ভালো সময় কাটছে মেসির। বিশ্বকাপ বাছাই পর্বে ১১ ম্যাচে ইতিমধ্👍যেই ৬টি গোল করেছেন আর্জেন্টা✤ইন অধিনায়ক।