• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অ্যামব্রোসকে কড়া জবাব গেইলের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০২:৫৯ পিএম
অ্যামব্রোসকে কড়া জবাব গেইলের 

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে যেকোনো বোলারের কাছে আতঙ্কের নাম ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে তার যত অর্জন তার আশেপাশেও নেই কেউ। নিজেকে ‘✨দ্য ইউনিভার্স বস’ নামে পরিচয় দিতেই পছন্দ করেন তিনি। অথচ ৪২ বছর বয়সী এই আক্রমণাত্নক ব্যাটসম্যানের দলে জায়গা পাওয়া নিয়ে ক্ষেপেছেন সাবেক সাবেক ক্যারিবীয়ান তারকা কার্টলি অ্যামব্রোস। আর তীর্যক মন্তব্যর শিকার হওয়ায় তাকেও একহাত দিলেন গেইল। 

কয়েকদিন আগেই গেইলকে ‘অটো চয়েজ’ মনে করেন না বলে মন্তব্য করেছিলেন কার্টলি অ্যামব্রোস। এমন মন্তব্যর পরে গে✃ইল আর বসে থাকত🧸ে পারেননি। পূর্বসূরিকে ঠিকই দিয়েছেন কড়া জবাব। 

সেন্ট কিটসের একটি রেডিও প্রোগ্রামে এসে গেইল জানিয়ে দিয়েছেন অ্যামব্রোসের প্রতি তার আর কোনো সম্মান নেই। প্রথম প্রথম যখন দলে জায়গা পেয়েছিলেন তখন তার প্রতি মুগ্ধতার কথা জানান গেইল।
 
গেইল বলেন, ‘আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি, আপনি তাকে জানিয়ে দেবেন। ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বসের কার্টলি অ্যামব্রোসের প্রতি আর কোনো সম্মান নেই। আমি তাকে অনেক সম্মান করতাম যখন প্রথম ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছিলাম। আমি মাত্রই দলে যোগ দিয়েছিলাম,🌺 তখন তার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আমি এখন আমার মন থেকে বলছি। আমি জানি না কেন, সে অবসরের পর থেকেই আমার বিপক্ষে কথা বলে।’

তবে নিজেকে আলোচনায় রাখতেই নাকি এমনটা করে অ্যামব্রোস। গেইলের কন্ঠে উঠে আসে এমন কথা। গেইল বলেন, ‘তিনি সংবাদ মাধ্যমে নেতিবাচক কথা বলে। আমি জানি যে তিনি আলোচনায় থাকতে এমনটা ক💜রে থাক🌳ে। তাই আমি তার সম্পর্কে কথা বলে তাকে ওই আলোচনায় থাকা ফিরিয়ে দিলাম, যেটা তার দরকার।’ 

আসন্ন বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতেই এবার বিশ্বকাপে যা♍চ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গেইল বলেন, ‘আমরা দুইবার বিশ্বকাপ জিতেছি। এবার আমরা তৃতীয়বার জেতার জন্য যাচ্ছি। আশেপাশে কি হচ্ছে তা দলের সবাই দেখতে পাচ্ছে। নেতিবাচক কথা দলের মধ্যে প্রভাব ফেলবে। আমি ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বস তাদের প্রতি কোনো সম্মান দেখাবো না।’

Link copied!