• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সামাজিক মাধ্যমে নজরদারি করবে বিটিআরসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৫:১৭ পিএম
সামাজিক মাধ্যমে নজরদারি করবে বিটিআরসি

ইউটিউব, ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালাব꧑ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ🔴 কমিশন (বিটিআরসি)। 

সংস্থাটি বলছে, এর মাধ্যমে ব্যক্❀তিগত, সামাজিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় বিষয়ে যেকোনো আপতౠ্তিকর কনটেন্ট দ্রুত শনাক্ত এবং অপসারণ করা যাবে।

সম্প্রতি আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের ব্যক্তিগত ও গোপনীয় ভ൲িডিও ফেসবুকে ভাইরাল হলে পুলিশ বিভাগসহ দেশজুড়ে তোলপাড় শুরু হয়। 

এছাড়া কলেজছাত্রী মুনিয়া ও জেকেজি হেলথকেয়ারের ডা. সღাবরিনার ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

জনগণের ব্﷽যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন উচ্চ আদালত। নানা সমালোচনার মুখে সামাজি♌ক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটভিত্তিক সব ওয়েবসাইট ২৪ ঘণ্টা নজরদারির আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিটিআরসি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার বলেছেন, “আমরা ইতোমধ্যেই সাইবার সিকিউরি▨টি সেল নামে একটি বিশেষ সেল গঠন করছি। নজরদারি চালানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থ♐াপন করছি।”

ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের যারা অপব্যবহার করছ🧜ে 🍬কিংবা যেসব আপত্তিকর কনটেন্ট, ভিডিওর ফলে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা দ্রুত অপসারণে ব্যবস্থা নেওয়া যাবে।”

এর আগে গত এক বছরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রায় ৫ হাজার আপত্তিকর কনটেন্ট অপসারণ ▨করেছে বিটিআরসি। 

এদিকে বিটিআরসির ඣ৪৩১টি লিংক বন্ধ করার অনুরোধের পরিপ্র⭕েক্ষিতে ৬২টি লিংক বন্ধ করেছে ইউটিউব। 

এছাড়া&n🌼bsp;সিটিডিআরের মাধ্যমে বন্ধ করা হয় ১✃ হাজার ৬০টি ওয়েবসাইট এবং লিংক।

Link copied!