দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রে সর্বোচ্চ শো’র রেকর্ড গড়েছে আলোচিত সিনেমা ‘তুফান’। ঈদ উপলক্ষ্যে প্রথম দেশের ১২৯টি হলে মুক্তি দেওয়া হয় ছবিটি। রায়হান রাফি পরিচালিত ও শকিব খান অভিনীত ছবিটির টিজার আর ট্রেলার প্রকাশের পর থেকেই তুমুল আলোচনা আসে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতি꧋ক বাজারেও আলোচনায় আসে ছবিটি। দেশের বাইরে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানে, ভারত, পাকিস্তান, মালোয়েশিয়াসহ আরও কয়েকটি দেশে মুক্তি পেয়ে ঝড় তোলে ‘তুফান’।
আর এবারই প্রথম ঢালিউড সিনেমায় শাকিব খ🐼ান জুটি গড়েন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। শুধু এখানেই থেমে থাকেনি, তুফানে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়েও দর্শকদের ছিল ব্যাপক আগ্রহ। তবে সব ছাপিয়ে শাকিবের চমকে দেওয়া নতুন লুক আর মুক্তির আগেই ‘উরাধুরা’ গানের ঢেউ তুফানকে আলোচনার তুঙ্গে নিয়ে যায়।
পাশাপাশি দুই মাসে ২০ কোটি ভিউয়ের 💯তুফানের ‘দুষ্টু কোকিল’ গানটিই মাত করে দিয়েছে তুফান সিনেমাটি। পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচের তুফানে ভরপুরꦅ বিনোদনের কারণে হলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। যারা এতদিন হলের কথা শুনে নাক সিটকাতেন, তারও ছুটে গেছেন তুফানের মোহে।
ঈদের দিন থেকেই টানটান উত্তেজনা চলছিল 🧔দর্শকদের মধ্যে। হল মালিকরাও দর্শকদের উন্মাদনায় বুঁদ হয়ে শো বাড়িয়ে দিয়েছেন। সিনেমা বোদ্ধারা বলেছিলেন, ‘তুফান’ বড় ধরনের ব্যবসা করবে। ব্যবসায় বাংলা ছবির রেকর্ডও গড়তে পারে। শেষ পর্যন্ত তাই-ই তাই হয়েছে। শাকিব খান জানিয়েছেন, বছরের সেরা ব্যবসা করেছে ‘তুফান’। অন্তত ৫০ কোটি টাকা ব্যবসা করেছে।
‘তুফান’ অনেকদিন ধরে চলেছে স্টার সিনেপ্লেক্সে। ছবির ব্যবসা নিয়ে সাংবাদিকদের তথ্য শেয়ার করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ🔴 বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের বেগে সব টিকিট⛦ ‘সোল্ড আউট’। আমাদের সিনেপ্লেক্সের ইতিহাসে সবচেয়ে ভালো ব্যবসা করেছে তুফান।”
একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। 💖সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এ♈গিয়ে গেছে তুফানের গল্প।
‘তুফান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। ‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি। ইন্টারন্যাশনাল 🗹ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।
২০২৪ সালে সারা দেশে ৫০টিরও বেশি সিনেমা মুক্তি পেয়েছ𓄧ে। ‘তুফান’ ছাড়া কোনো সিনেমাই আলোচনায় আসতে পারেনি। রা𒉰জধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতার মালিক ইফতেখার নওশাদ বলেন, “ এ বছর (২০২৪) একটি সিনেমা নিয়েই লাভবান হয়েছি, সেটা হলো শাকিব খানের ‘তুফান’। বছর শেষে শাকিব খানের ‘দরদ’ সিনেমা মুক্তি পেলেও তেমন আগ্রহ দেখায়নি লোকজন। এক কথায় বলতে পারি বছরের সেরা ব্যবসাসফল সিনেমা তুফান।