ঝালকাঠির কাঁঠালিয়ায় জমির বিরোধের ঘটনা🎐য় থান🐈ায় লিখিত অভিযোগ দেওয়ায় বাদীর মাকে মারধর ও দা নিয়ে ধাওয়া করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চেঁচরী 🅷রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগী রুনু বেগমের ছেলে মো. নকিবুল হাসান থানায় আবার অভিযোগ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চেঁচরী গ্রামের জুয়েল খানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে একই এলাকার নেছার উদ্দিন সরদারের। কেনা জমিতে অনেক বছর আগে তিনি পাকা ভবন নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। ওই জমির একাংশের মালিক জুয়েল খান। রাস্তার পাশের জমিতে নেছার সরদারের বাড়ি। ফলে জুয়েল খানের জমি পেছনে পড়েছে। এ নিয়েꦓ তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে।
গত সোমবার (২৩ ডিসেম্বর) ওই জমিতে সীমানা বেড়া দেন নেছারের ছেলে নকিব♒ুল। এ নিয়ে জুয়েল খানের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। ওইদিন বিকেলে এ বিষয়ে নকিবুল বাদী হয়ে জুয়েল খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে যাওয়ার পর জুয়েল সীমানা প্রাচীরটি কেটে ফেলেন। এতে বাধা দিলে তিনি নকিবুলের মা রুনু বেগমক মারধর করেন। এক পর্যায়ে দা নিয়েও ধাওয়া দেন।
জুয়েল খানের ভাষ্য, তিনি ও নেছার সরদার ও একই দাগের জমি꧋ কেনেন। নেছার সরদার রাস্তার পাশে দখল করে ভবন নির্মাণ করেন। তাকে পেছনের খারাপ জায়গা দেওয়া হয়। এꦏ নিয়েই বিরোধ।
কা🥀ঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, নকিবুলের অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। তারা ফেরত আসার পর ওই ব্যক্তির মায়ের ওপর হামলা হয়েছে বলে আ✤রেকটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।