• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আপনার নামে কেউ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুললে কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৩:২০ পিএম
আপনার নামে কেউ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুললে কী করবেন

সামাজিಞক যোগাযোগমাধ্যম আমাদের জীবনে এনেছে স্বাচ্ছন্দ্য। প্রিয় মুহূর্তগুলো এই মাধ্যমে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এ ছাড়া রয়েছে নানা সুবি꧟ধা। আবার অসুবিধাও কিন্তু কম নয়। ব্যক্তিগত গোপনীয়তা ফাঁসসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে অনলাইনে। এমনকি আপনার পরিচয় ও ছবি ব্যবহার করে অন্য কেউ খুলতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট। যা আপনাকে ফেলতে পারে বিব্রতকর অবস্থায়, বিঘ্নিত হতে পারে নিরাপত্তাও।

ফ♔েসবুকে আপনার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে কেউ যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলে, সে ক্ষেত্রে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে।

যেভাবে রিপোর্ট করবেন

১। প্রথমে ফেক আইডিটꦰি ওপেন করতে হবে। তার পর ওই পেজের মেসেজ বক্সের পাশে তিনটি ডট (...) চিহ্নিত আইকনে ক্লিক করে Find Support or Rep꧅ort Profile-এ ক্লিক করতে হবে।

২। এরপর Please select a problem to continue শিরোনামে একটি অপশন এলে সেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে Pretending to be someone স🔯িলেক্ট করতে হবে।

৩। আপনার নিজের প্রোফাইল থেকে রিপোর্ট করতে Who are they pretending to be? এই অপশনে Me নির্বাচন করে রিপ🦂োর্ট করতে হবে।

৪। ফেক আইডিটির সম্পূর্ণ প্রোফাইল লিংকসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে নিকটস্থ থানায় অবহিত কর🐈ুন। 

Link copied!