বিশ্বের অন্যতম সেরা প🌠্রযুক্তিপ্রতিষ𓂃্ঠান অ্যাপল। মার্কিন এই প্রতিষ্ঠানে চাকরি পেতে বিশেষ কী কী যোগ্যতা লাগে তা অনেকেরই অজানা। সম্প্রতি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন অ্যাপল সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে গায়িকা ডুয়া লিপার মুখোমুখি আলাপচারিতায় বসেছিলেন কুক। সেখানেই কুক জানান, অ্যাপল বিশ্বাস করে, সংস্থার দুজন কর্মচারী তিন জনের কাজ করার ক্ষমতা♐ রাখবেন। এক জন আদর্শ কর্মীর কাজ অন্যদের থেকে সেরা জিনিসটা বের করে আনা।
কুক বলেন, “আমরা সকলে বিশ্বাস করি যে একের সঙ্গে এক যোগ করলে তিন হয়। আপনার ভাবনার সঙ্গে আমার ভাবনা মিশলে যে ধারণার জন্ম হয়, তা যে কোনো একজনের ভাবনার থেকে 🥂ভালো।”
আদর্শ সহকর্মী অন্য জনের কাছ থেকে সেরাটা বের করে আনলে দুজনেই তিন জনের কাজ করতে পারবেন বলে জানান কুক। তিনি আরও জানান, অ্যাপলে চা🅰করি করা এবং পাওয়ার অন্যতম শর্ত 🅷সহযোগিতার ধারণায় বিশ্বাস রাখা।
অ্যাপলে চাকরি পেতে কোডিং সম্পর্কে সম্যক জ্ঞান থাকা ✨বাধ্যতামূলক কি না, এই প্রশ্নের উত্তরে꧙ কুক জানান, এমন বহু মানুষকে তার সংস্থা নিয়োগ করে, যাঁদের কোডিং নিয়ে ডিগ্রি থাকা দূর, কলেজও শেষ করে উঠতে পারেননি।
অ্যাপলে চাকরি পাওয়ার জন্য আরও একটি গুণ থাকাও প্রয়োজন। সেটি হল কৌতূহল। কুক জানান, তিনি সংস্থায় এমন কর্মীদেরই চান, যারা কৌতূহলী, প্রশ্ন করতে দ্বিধা বো🅘ধ করেন না। সৃষ্টিশীল মানুষেরাও যে চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান, সে কথাও জানিয়েছেন তিনি। কৃত্রিম মেধা নিয়ে প্রশ্নের উত্তরে কুক জানান, এটি মানুষের ‘জীবন বদলে দেব🌜ে’ এবং বিভিন্ন সমস্যার সমাধান করবে।