• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সচিবালয়ে আগুন নেভাতে এত সময় লাগল কেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:০৫ পিএম
সচিবালয়ে আগুন নেভাতে এত সময় লাগল কেন

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে লাগা আগুন ছয় ঘণ্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল আটটার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৫ ডিসেম্বর) রাত একটার পর সচিবালয়ে🐻র সাত নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভবনটিতে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক𓆏্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্🤡থিত বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সচি🔯বালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।

সচি⛄বালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকালে। ๊ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আল🐈ম চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ছয়তলায়, পরে তা সাত ও আটতলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন দুই থেকে তিনজন।

আগুনের ঘটনায় নাশকতা থাকতে 🌳পারে কি না, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে।

রাত পৌনে দুইটায় লা🐼গা আগুন নেভাতে ছয় ঘণ্টার বেশি সময় লাগা এবং আগুন নেভাতে এতোগুলো ইউনিটের এত স🦋ময় কেন লেগেছে - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন, জায়গাটা কনফাইনড (আবদ্ধ)।

তিনি আরও বলেন, সব কক্ষ ভেতর থেকে আটকানো থাকা🌄য় গ্লাস বা দরজা ভ💧েঙে পানি দিতে হয়েছে। এতে সময় লেগেছে। ভবনজুড়ে বিদ্যুতের তারের সংযোগের কারণে আগুন ছড়িয়ে পড়ায় নেভাতে বেগ পেতে হয়।

এ♈ ছাড়া রুমগুলোতে ইন্টেরিয়র ডেকোরেশনের কারণে আগুন নেভাতে বেꦯগ পেতে হয় বলে জানান তিনি।

এদিকে আগুন নেভানোর প্রস্তুতি নেওয়ার সময় ফ𓃲ায়ার সার্ভিসের একজন কর্মী মারা গেছেন। তার নাম সোহানুর জামান নয়ন। রংপুরের মিঠাপুকুরের নয়ন ২০২২ সালে কর্মজীবন শুরু করেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক 🦹জানান, পানির পাম্প থেকে লাইনের সংযোগ স্থাপন করছিলেন ওই কর্মী। সে সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্🐽রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।

আহত অবস্থায় ঢাকা মেড💫িকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক♌রেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!