বৃহস্পতিবার মেলবোর্নে বক্সিং ডে ক্রিকেট টেস্টে প্রথম দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া ৬ উইক🗹েটে ৩১১ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়। মেলবোর্ন টেসে অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস মাত্র ৬৫ বলে অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৬০ রান করেন সেই সঙ্গে এই ফরম্যাটে অভিষেক করলেন আলোচিত ব্যাটা♚র কনস্টাস।
এছাড়া, উসমান খাজা ৫৭, লাবুশেন ৭২ ও🅘 সাবে🔴ক অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত ৬৮ রান করেন।
মাত্র ১৯ বছর বয়সে টেস্টে অভিষেক করে নতুন ইতিহাস গড়েনꦰ কনস্টাস। মজার বিষয়, কনস্টাসের ব্যক্তিগত কোচ একজন বাংলাদেশ🅰ি। আর তিনি ২০১৭ সালে প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিলেন। তার নাম তাহমিদ ইসলাম।
তাহমিদ ও অজি সাবেক তারকা শেন ওয়াটসনে🃏র কাছেই ক্রিকেটে হাতেখড়ি কনস্টাসের। যে কথা গর্বের সঙ্গে বললেন তাহমিদ। হাফ সেঞ্চুরি দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করায় কনস্টাসের ব্যাপারে সকলের আগ্রহ তৈꦺরি হয়। আর সেটা খুঁজতে গিয়েই বাংলাদেশের বিষয়টি সামনে চলে আসে।