টেস🐟্ট ক্রিকেট এমন💛 কিছু আর দেখেনি। ১৪৭ বছর ধরে টেস্ট ক্রিকেট হচ্ছে, এর কতটুকুই-বা সবাই দেখেছে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ১৯ বছরের এক তরুণ যা দেখালেন, তা অবিশ্বাস্য। ম্যাচের প্রথম দিনে স্যান কনস্টাস যা করলেন, বিশ্ব তা আগে দেখেনি।
টেস্ট অভিষেকে নেমে প্রথম দিনেই তাকে পড়তে হলো ঝড়ের সামনে। প্রতিটি বল আসছে আগুনের গোলা হয়ে। সিরিজের প্রথম থেকেই বুমরার বল𝓡ে নাস্তানাবুদ অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। নেমেই সেই বুমরার সামনেই পড়লেন কনস্টাস। টেস্ট ক্যারিয়ারের প্রথম ১৮ বলেই কঠিন পরীক্ষা দিতে হলো স্যাম কনস্টাসকে। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনারের খেলা প্রথম ১৮ বলেই বোলারের নাম যে যশপ্রীত বুমরা। সেই ১৮ বলে ১৯ বছর বয়সী কনস্টাসের বড় পরীক্ষাই নিলেন ভারতীয় পেসার, দিলেন মাত্র ২ রান।
তবে সব বদলে গেল বুমরার চতুর্থ ওভারে। বুমরার দ্বিতীয় ওভারে স্কুপ করতে গিয়ে মারেননি। উল্টো টেস্ಞট ম্যাচের প্রথম দিনের শুরুতেই এমন শট খেলার চেষ্টা ‘হঠকারী’ কি না, এই প্রশ্নও তুলে দিয়েছিলেন। প্রশ্নের জবাবটা কনস্টাস দিয়ে দিলেন ম্যাচের সপ্তম ওভারে। বুমরার প্রথম বলে স্কুপ করে কিপারের মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন। সেটি ছক্কা হতে হতে হয়নি। পরের বলে রিভার্স স্কুপ করে যে ছক্কা হলো। ১৮ বলের বুমরা-পরীক্ষায় পাস করার পর এবার উল্টো বুমরার পরীক্ষা নেওয়া শুরু করলেন কনস্টাস। ওই ওভারে রান এলো ১৪। টেস্ট ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার এক ওভারে ১৪ বা এর বেশি রান খরচ করার অভিজ্ঞতা হলো বুমরার। টেস্টে নিজের সর্বশেষ ৪৪৮৩ বলের মধ্যে প্রথম ছক্কা খাওয়ার অভিজ্ঞতাও হলো বুমরার।
দুই ওভার পর তো সেটিকেও ছাড়িয়ে গিয়ে কনস্টা🧸স রেকর্ডই ‘উপহার’ দিলেন বুমরাকে। এবার ১ ছক্কা ও ২ চারে নিলেন ১৮ রান। ৪৪ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রা🦩ন দেওয়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি বুমরার।
বিস্ময়ে হতবাক, আনন্দে অভিভূত গ্যালারির ৭৬ হাজার দর্শক যখন উঠে দাঁড়িয়ে করতালিতে চারপাশ মুখরিত করে তুলেছে, স্যাম কনস্টাস তখন ফিরে আসছেন ৬৫ বলে ৬০ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে। অভিষেক টেস্টে ইনিংসের প্রথম বলটি খেলেছেন, এমন ওপেনারদের কেউ এর আগে কনস্টাসের মতো ৯২.৩০ স্ট্রাইক রেটে রান করতে পারেননি। বিশ্ব রেকর্ড, তা তো বোঝাই যাচ্ছে। তবে স্যাম কনস্টাস ধূমকেতুর মতো টেস্ট ক্রিকেটে আবির্ভূত হলেন, জন্ম হলো নতুন এক তারকার।