• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্বতন্ত্র মিলে জোট গঠন নিয়ে যা বললেন নিক্সন চৌধুরী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০৩:১৮ পিএম
স্বতন্ত্র মিলে জোট গঠন নিয়ে যা বললেন নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী।ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসন✃ের সংসদ সদস্য মজিবুর🌳 রহমান নিক্সন চৌধুরী বলেছেন, “আমরা নৌকার পক্ষের লোক। তবে নৌকার মাঝির বিপক্ষে। আমরা নিজ নিজ এলাকায় কিছু প্রার্থী নৌকাটা ঠিকই পেয়েছে। তবে, বৈঠাটা আমরা (স্বতন্ত্র) পেয়েছি।”

বুধবার (১০ জানুয়ারি) বেলা 💛সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

স্বতন্ত্র মিলে জোট গঠন করবেন কি না এমন প্রশ্নের বিষয়☂ে তিনি বলেন, “আমরা আজ কেবল শপথ নিলাম, সবাই পরিচিত না, আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেব। আমরা বি🍷রোধী দলের ভূমিকাই নাই, জোট করার পর যদি আমরা বিরোধী দলে আসি। আমরা সরকারি দলের বিদ্রোহী প্রার্থী। আমরা এখনো বিরোধী দলের ভূমিকায় নাই।”

নিক্সন চৌধুরী বলেন, “দলীয় স্বতন্ত্র না হলেও দলীয় বিদ্রোহী প্রার্থী আমরা। তবে বিদ্রোহী না বলে স্বতন্🌊ত্র বলেই রাখেন। আমরা🔯 ৬২ জন পরিচিত হলাম আজ, শপথ নিলাম, ভবিষতে কী করা যায় আমরা বসে ঠিক করবো। বিরোধী দলের নেতা হওয়ার জন্য আমরা নির্বাচন করি নাই। আমরা নিজ এলাকায় নৌকার যে মাঝি তার বিরুদ্ধে নির্বাচন করেছি। আমরা নৌকার পক্ষে তবে নৌকার মাঝির বিপক্ষে। তারা নৌকাটা ঠিকই পাইছে তবে বৈঠাটা আমরা পাইছি।”

মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, “আমাকে তিন বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলো। সারা বাংলাদেশে যারা এমপি নির্বাচন করে এটা তাদের জন্য সিগন্যাল। জনগণের কাছে থাকতে হবে, বিপদে জনগণের পাশে থাকতে হবে, উন্নয়ন করতে হ🌠বে। যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দুই দুইবার সঠিকভাবে পালন করেছি দেখেই কিন্তু জনগণ আমাকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র হিসেবে নির্বাচিত করেছেন। অতএব জনগণের বাইরে কিছু না, সব শক্তি জনগণের। আমি আমার এলাকার মানুষকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে আবারও নির্বাচিত করেছেন, তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!