বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানা🧜ন্তর করা হয়েছে।
সোমবার 🍃(১৮ সেপ্টেম্বর) সকালে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবꦜিনে আনা হয়।
চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়র🥃ুল কবির খান।
এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) রাত দেড়টায় বেগম জিয়ার চিকিৎসায় গঠ🔯িত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ম🦂োতাবেক তাকে সিসিইউতে নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন খালেদা জিয়া। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্♚ডের চিকিৎসকেরা।
গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম🎃 করা🌞 হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।