• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে কারণে বন্ধ হলো ‘গ্রামীণ ইউনিক্লো’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৩:৫৬ পিএম
যে কারণে বন্ধ হলো ‘গ্রামীণ ইউনিক্লো’

লাইফস্টাইল ব্রান্ড ‘গ্রামীণ ইউনিক্লো’ বন্ধ হয়ে যা♊চ্ছে। আগাম🌃ী ১৮ জুনের মধ্যে  মধ্যেই প্রতিষ্ঠানটির ঢাকায় অবস্থিত সব বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতꦿিবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিꦺতে এ তথ্য জানিয়েছে গ্রামীণ ইনিক্লো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, গ্রামীণ ইউনিক্লোর ১০𒐪টি স্টোর আগামী ১৮ জুনের মধ্যে আমরা বন্ধ করব এবং এর সঙ্গে সঙ্গে গ্রামীণ ইউনিকꦯ্লোর ব্যবসায় কার্যক্রমও বন্ধ হবে।”

এতে বলা হয়েছে, “২০১০ সালে আমাদের মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড, গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে যৌথভাবে পোশাক ব্যবসার মাধ্যমে সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে সামাজিক ব্যবসায় শুরু করে। ২০১৩ সালে আমরা মূলত রাজধানী ঢাকাতে স্টোর চালু করেছি এ𒁃বং দৈনন্দিন ব্যবহারের জন্য পোশাক সরবারহ ও নিরাপদ পরিবেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্♕যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছি।”

কারণ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও সেইসঙ্গে ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে, আমাদের ব্যবসায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে সফল হয়েছে এবং এই প্রেক্ষিতে আমরা আমাদের 🔯ক💫ার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।”

এতে আরও বলা হয়, “অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে ফাস্ট রিটেইলিংয়ের কার্যক্রম চলমান থাকবে। ২০০৮ সালে বাংলাদেশে প🧸্রডাকশন অফিস শুরুর মাধ্যমে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে এবং সহযোগী কারখানাগুলো ইউনিক্লোসহ ফাস্ট রিটেইলিংয়ের পোশাক উৎপাদন আগামীতে অব্যাহত থাকবে।”

‘গ্রামীণ ইউনিক্লো’ বাংলাদেশের গ্রামীণ ব্যাংক গ্রু♕প ও জাপানের ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের ম🌱ালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

Link copied!