সংলাপ হতে আইনি কোনꦓো প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, “সংলাপে আইনের বাইরে যাও✃য়ার সুযোগ নেই।”
রোববার (১৫ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন ইন💃স্টিটিউটে তিনি ꩲএ কথা জানান।
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বꩲাচনী পর্যবেক্ষকদল বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সুপারিশের পরিপ্রেক্ষিতে আনিসুল হক বলেন, “বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দিতে কোনো সেল করা হয়নি। মামলা জট কমাতে যে সেল করা হয়েছিল সেটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
সম্প্রতি নিম্ন আদালতের বিচারককে সাজা দেওয়ায় যে ভুল🥂 বোঝাবুঝির তৈরি হয়েছিল সেটি নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। প্রশিক্ষণ নেওয়া বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সততা, ন্যায় বিচার নিশ্চিত ও মামলা জট কমানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। যাতে দ্রুততম সময়ের মধ্যে আস্থার সঙ্গে বিচার শেষ করতে হবে।”