• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দেশের আকাশে ঈদের চাঁদ দেখা যাবে যেদিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০২:০৫ পিএম
দেশের আকাশে ঈদের চাঁদ দেখা যাবে যেদিন

দেশের আকাশে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসে♈র চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাঙ্ক-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতি মাসেই আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু শাখা চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন দিয়ে থাকে।

৫ এপ্রিল চলতি মাসের 💯প্রতিবেদনটি প্রকাশ করা হয়, যা সম্প্রতি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ👍 করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২১ এ🅘প্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে এবং তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দি🦩ন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে।

তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ এবং সেই সময় চাঁদের🍰 বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চা🎶ঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির ওপরে। তাই সেদিন বাংলাদেশের সব স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর🅷 করে বলা যায়, সেটি কোন দিন কোন আকৃতিতে থাকতে পারে। তাই ২১ এপ্রিলඣ চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!