দেশের গুণী নির্মাতা সোহনুর রহমান সোহানের বিদায়ের শোক কাটিয়ে না উঠতেই না ফেরার দে🌳শে চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা 𒊎নাসির আহমেদ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবে আসরের নামাজ আদায় শেষে তিনি মৃত্যু বরণ করেন।
পরিচালক সমিতির এক শোক বার্তায় জানানো হয়েছে, নির্মাতা নাসির ওমরা পালন করতে সৌদি আরব যান। সেখানেই শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমা নামাজ আদায়ের পর জানাজা শেষে মক্কাতেই দাফন করার কথা বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ থেকে সরকারিভাবে অনাপত্তিপত্র পাঠানোর পর সৌদি আরব সরকার থেকে দাফন করার অনুমতি পাবে বলে জানা যায়। নাসির আহমেদ🐷ের শেষ পরিচালিত সিনেমা ‘বাসরঘর’।
এ꧙র আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মারা গেছেন খ্যাতনামা নির্মাতা সোহানুর রহমান সোহান। তার স্ত্রীর মৃত্যুর একদিনের মধ্যে মারা যান তিনি।