পবিত্র রমজা𝔉নকে সামনে রেখে চার পণ্যে শুল্ক হার কমানোর নির্দ♏েশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন🎐্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চার পণ্যগুলো হলো, ভোজ্য তেল, খেজুর, চিনি ও চাল।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এꩵ তথ্য জানဣিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।