রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার একটি ব🐼াসায় মা ও মেয়ের শরীরে অ্যাসি🍎ড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২১♕ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধদের বাড়ি পাবনার ফরিদপুর থানার ডেমড়া গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া ﷽তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার পোশাক কারখানায় চাকরি করেন। তিন ꧙বোনের মধ্যে বিজয়িনী সবার ছোট।
অ্যাসিড দগ্ধরা হলেন সাথী হালদার (৩৬) ও তার মেয়ে বিজয়িনী হালদার (২)। এ সময় সাথীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয় দু♒র্বৃত্ত।
দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, বৃহস্পতিবার সকালে বিজয়িনীকে সেলুনে চুল কাটিয়ে বাসায় ফিরছিলেন সাথী। বাসার গেটে এক যুবক তার মুখে অ্যাসিড ছুড়ে মারেন। গলায় থাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যান🍌। এ সময় কোলে থাকা শিশুটিও দগ্ধ হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জান൩ান, মা-মেয়ে দুজনের শরীরই অ্যাসিডে দগ্ধ। মাথা, মুখমণ্ডলসহ শিশুটির শরীরের ১৫ শতাংশ ও তার ꧋মায়ের শরীরের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই গুরুতর।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান জানান, মা-মেয়েকে অ্যাসিডে নি🥀ক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা জানার পরই জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।