প্রায় ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সচিবꦰালয়ের আগুন। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে। মধ্যরাতে লাগা আগুন সকাল নাগাদ জ্বলতে থাকায় এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্রের পরিণতি কী হয়েছে তা বলা মুশকꦓিল হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয়ের ওয়েবসা⭕ইটের তথ্য বলছে, এই ভবনে অর্থসহ একাধিক বড় মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়,ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় গতকাল রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউ🐭নিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। তাৎক্ষিণকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।