ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আকস্মিকভাবে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী আকস্মিকভাবে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতা🔯লে যান। সেখানে পরিদর্শন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন।
হাসপাতালগুলো পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে এটা আমার 𝕴প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। ঈদে লম্বা ছুটির কবলে দেশ। এর মধ্যেও দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি।
দুপুর সাড়ে ১২টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকালও (বুধবার) কয়েকটা হাসপাতালে গিয়েছি, আজও গিয়েছি কয়েকটাতে। সব জায়গাতেই পর্যাপ্ত ডাক্তার, নার্স পেয়েছি। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেননি। আমি সন্তুষ্ট। মন্ত্রী আরও বলেন, সকালে দেশের সব হাসপাতালের পরিচালকদের মেসেজ পাঠিয়েছি। সব জায়গায় চিকিৎসা𓆉সেবা নিরবচ্ছিন্নভাবে চ♏লছে। কোথাও ব্যত্যয় ঘটেনি।
মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ক💝মল কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।