জাতীয় পার্টির চেয়🍸ারম্যান জি এম কাদের ব𝕴লেছেন, “আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই। সংসদ থাকা লাভজনক, যার কারণে আমরা নির্বাচনে গিয়েছি।”
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রংপ🃏ুর-৩ (সিটি করপোরেশন-সদর) আসনে নির্বাচনী কর্মী সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচ♍নের তফসিল ঘোষণার পর এবারই প্রথম রংপুরে এলেন জাপা চেয়ারম্যান।
বেশ কিছুদিন চুপ থাকার কারণ জানিয়ে🔯 জাপা চেয়ারম্যান বলেন, ꦬ“আমি দীর্ঘদিন নিশ্চুপ ছিলাম। নির্বাচনের তফসিল ঘোষণার সময়টা আমার জন্য এবং আমার দলের খুবই গুরুত্বপূর্ণ। আমার ভুল পদক্ষেপ আমাকে ও আমার দলকে খাদে ফেলে দেবে।”
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জি এম কাদের বলেন, “আপনারা জানেন, আমাদের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ দল ভাঙার ষড়যন্ত্র। আমাদের দলের ভেতর অস্থিতিশীলতা ঢুকিয়ে🔯 রাখা হয়েছিল। যার কারণে স্বতন্ত্র থেকেও অনেক সিদ্ধান্ত নিতে পারিনি।”
জাপা চেয়ারম্যান বলেন, “একটি বড় দল (বিএনপি) নির্বাচনে আসেনি। তারা এক দফা আন্দোলন করছে। দেশে আন্দোলন চলছে, যদিও যানবাহন চলছে, মানুষের স্বাভাবিক জীব🌠নযাপন চলছে, তথাপিও মানুষের মাঝে উ🐽ৎকণ্ঠা রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।”
আমরা মহাজোটে নেই, আসন ভাগাভাগি করিনি জানিয়ে জি এম কাদের বলেন, “আমরা মহাজোটে আগে ছিলাম, এখন নেই। এ জন্য অনেকে আমাদের ভুল বꦑুঝছে। আমরা আসন ভাগাভাগি করিনি, আমরা কোথাও প্রার্থী প্রত্যাহার করিনি। আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের স্বার্থে আলোচনা করেছি। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি অনেক আসনে বিজয়ী হবে।
জাপা চেয়ারম্যান আরও বলেন, “নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছ𒉰ে। তাই নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হলে আমরা অনেক আসন পাব।”