• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নির্বাচনে যাওয়ার কারণ জানালেন জি এম কাদের


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৩:১৫ পিএম
নির্বাচনে যাওয়ার কারণ জানালেন জি এম কাদের
নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, “আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকꦐি নেই। সংসদ থাকা লাভজনক, যার কারণে আমরা ন💮ির্বাচনে গিয়েছি।”

শনিবারಞ (২৩ ডিসেম্বর) সকালে রংপুর-৩ (সিটি করপোরেশন-সদর) আসনে নির্বাচনী কর্মী সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবারই প্রথম রংপুরে এলেন জাপা চেয়ারম্যান।

বেশ কিছুদꦓিন চুপ থাকার কারণ জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, “আমি দীর্ঘদিন নিশ্চুপ ছিলাম। নির্বাচনের তফসিল ঘোষণার সময়টা আমার জন্য এবং আমার দলের খুবই গুরুত্বপূর্ণ। আমার ভুল পদক্𒅌ষেপ আমাকে ও আমার দলকে খাদে ফেলে দেবে।”

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জি এম কাদের বলেন, “আপনারা জানেন, আমাদের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ দল ভাঙার ষড়যন্ত্র। আমাদের দলের ভেতর অস্থিতিশীলতা ঢুকܫিয়ে রাখা হয়েছিল। যার কারণে স্বতন্ত্র থেকেও অܫনেক সিদ্ধান্ত নিতে পারিনি।”

জাপা চেয়ারম্যান বলেন, “একটি বড় দল (বিএনপি) নির্বাচনে আসেনি। তারা༺ এক দফা আন্দোলন করছে। দেশে আন্দোলন চলছে, যদিও যানবাহন চলছে, মানুষের স্বাভাবিক ꦚজীবনযাপন চলছে, তথাপিও মানুষের মাঝে উৎকণ্ঠা রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।”

আমরা মহাজোটে নেই, আসন ভাগাভাগি করিনি জানিয়ে জি এম কাদের বলেন, “আমরা মহাজোটে আগে ছিলাম, এখন নেই। এ জন্য অনেকে আমাদের ভুল বুঝছে। আমরা আসন ভাগাভাগি করিনি, আমরা কোথাও প্রার্থী প্রত্যাহার করিনি। আম♍রা সুষ্ঠুভাবে নির্বাচনের স্বার্থে আলোচনা করেছি। সুষ্ঠু নির্বাচন হলে জ🅠াতীয় পার্টি অনেক আসনে বিজয়ী হবে।

জাপা চেয়ারম্যান আরও বলেন, “নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আ🌺ছে। তাই নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠ🎃ুভাবে হলে আমরা অনেক আসন পাব।”

Link copied!