বীর⛄ত্বপূর্ণ কাজের জন্য র্যাবের ‘মহাপরিচালক’ পদক পাচ্ছে ‘চিতা’ নামের সংস্থাটির ডক স্কোয়াডের একটি কুকুর। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের একটি কুকুর পদক পেতে যাচ্ছে।
সোমবার (২০ মার্চ) সকালে র্যাবের লিগ্যাল আ্যন্ড ম♏িডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
খন্দকার আল মঈন বলেন, দেশে প্রথমবারের মতো র্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর🐎 বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক পদক পাচ্ছে। র্যাবের ১৯ত✨ম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে এই পদক দেওয়া হবে।
রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে চিতা। ৭ মার্চ বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজ🤪ারের নর্থসাউথ রোডে কুইন টাওয়ার নামে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।