• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করার দাবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:২৮ পিএম
মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করার দাবি

মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করার দাবি করেছেন তোলেন ক🦄ওমি আলেমরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজনে তাবলীগ, কওমি মাদ্রাসা ও দীন রক্ষার্থে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে এ𒁏 হুঁশিয়ারি দেন তারা।

সাদপন্থিদের উদ্দেশ করে বক্তারা বলেন, “ফ্যাসিবাদের সাথে যারা জডꦅ়িত তাদের বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। দাওয়াতে তাবলীগ ঐক্যের প্রতীক। ঐক্যবদ্ধভাবে দীনের খেদমত করতে চান সম্মেলনে আগতরা। আর মাওলানা সাদ বিভ্রান্তিকর বক্তব্য দেন।”

এ সম🀅য় বক্তরা আরও বলেন, ওলামা-কেরামের নেতৃত্বে কাকরাইল মসজিদ চলবে,ꦇ ইজতেমাও আলেমদের দ্বারা পরিচালিত হবে।

ইসলামি মহাসম্মেলনের কারণে জনসমুদ্রে রূপ নিয়ে๊ছে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। সারা দেশ থেকে আগত ওলামা-মাশায়েখ, বিভিন্না মাদﷺ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন এখানে।


 

Link copied!