মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করার দাবি করেছেন তোলেন কওমি আলেমরা। মঙ্গ🦄লবার (৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজনে তাবলীগ, কওমি মাদ্রাসা ও দীন রক্ষার্থে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।
সাদপন্থিদের উদ্দেশ করে🔥 বক্তারা বলেন, “ফ্যাসিবাদের সাথে যারা জড়িত তাদের বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। দাওয়াতে তাবলীগ ঐক্যের প্রতীক। ঐক্যবদ্ধভাবে দীনের খেদমত করতে চান সম্মেলনে আগতরা। আর মাওলানা সাদ বিভ্রান্তিকর বক্তব্য দেন।”
এ সময় বক্তরা আরও বলেন, ওলামা🐭-কেরামের নেতৃত্বে কাকরাইল মসজিদ চলবে, ইজতেমাও🔥 আলেমদের দ্বারা পরিচালিত হবে।
ইসলামি মহাসম্মেলনের কারণে জনসমুদ্রে রূপ নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপ𒉰াশের এলাকা। সারা দেশ থেকে আগত ওলামা-মাশায়েখ, বিভিন্না মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন এখানে।