💦বিএনপি মহাসচি༒ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে 𒈔গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনღপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবি꧙র খান।
শায়রুল কবির খান বলেন, “শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগ♍ীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার।”
এসময় বাংলাদেশে নিযুক্ত অস্꧃ট্রিয়ার কনস্যুলার, বিএন🌟পি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।