টানা কয়েকদিন বৃষ্টিপাত হওয়ায় রাজধানী ঢাকায় বায়ুর মানের কিছুটা উন্নতি ౠহয়েছে। অন্যদিকে, বায়ুদূষণ তালিকার শীর্ষে 🐼উঠে এসেছে ইরাকের বাগদাদ।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এযꦑ়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার)ღ সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ইরাকের বাগদাদের দূষণ স্কোর ২৮৮ অর্থাৎ এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ছাড়া ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৮৮ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই ও পঞ্চম অবস্থানে রয়♔েছে মঙ্গোলিয়ার উলানবাটার, যার স্কোর ১৫৭।
এ তালিকায় 🤡রাজধানী ঢাকা রয়েছে ২৭ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ৭৫ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা ভালো মানের।
একিউআই স্কোর ১০০-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচ𝔍িত হয়; বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদে🐈র বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
অন্যদিকে ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘বিপ♓জ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুর꧃ুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন বস্তুকণা (পি🔴এম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।