শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা মামলা ও গণগ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। সোমবার (১৮ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে হাইকোর্ট আন্তর্জাতিক ট্রা💯ইব্যুনাল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।
বিক্ষোভ মিছিলে `শেখ𓄧 শেখ শেখ মুজিব, লও লও লও সাল൲াম; কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়; অবৈধ সরকার, মানি না মানবো না; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে; শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশে` এসব স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ নেতারা বলেন, "অবৈধ অসাংবিধানিক সরকার,ট্রাইব্যুনালে অবৈধ অসাংবিধানিক অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধ🐠ে অবৈধ মামলা, ৭মার্চের দিবস বাতিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো এবং সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণ মামলা ও গণগ্রেফতারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।♔ আমরা বর্তমান অবৈধ সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে এসব অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণ আপনাদের এসব সিদ্ধান্ত মানে না।”
এ সময় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জহিরুল ইসলাম, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মো. মুকিব মিয়া, নাবেদ আহমেদ নব♓, পরাগ প্রান্ত, শুভসহ শতাধিক নেতাকর্মী💛 মিছিলে ছিলেন।