বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তক্ষয়ী আন্দোলনের পর এক দফা দাবির জনরোষের মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিন🍨া। তবে শেখ হাসিনার দেশ ত্য꧟াগের আগেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা দেশ ছেড়েছেন।
এদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলী🃏গের সভাপতি মাজহারুল কবির শায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসানও রয়েছেন 𒐪বলে জানা গেছে।
সোমবার🐓 (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের আগেই আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, আইনপ্রণেতা ও মন্ত্রী দেশ ছাড়েন।
রোববার (৪ আগস্ট) রাতে দেশত্✱যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক🀅 এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকাল🅰ীন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান এফ রহমানও রোববার রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে তার কাছের কয়েকজন জানিয়েছেন। তবে তিনি কোন দেশে যাচ্ছিলেন তা নিশ্চিত করতে পারেনি সূত্রগুলো।
রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাক𝄹া দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি সিঙ্গাপুরের উদ্দেশ♛ে রওনা হন বলে বিমানসূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জের বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানও গত সপ্তাহ🌳ের শেষের দিকে দেশ ছেড়ে পালিয়ে যান। সূত্র : টিবিএস