রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ উপপরিদ🤡র্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
প্রশিক্ষণে শৃঙ্♛খলা ভঙ্গের কারণে প্রশিক্ষণরত তাদের উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ২২ অক্টোবর একই অভি🍎যোগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়।
পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরেও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্য♏াডেট’ হিসেꦍবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সাধারণত অক্টোবর-নভেম্ব༺র মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিংআউটের পর মৌলিক প্🌠রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে এক বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।