রাজধানীর স🦩দরঘাট টার্মিনালে বার্দিং করার সময় তাসরিফ লঞ্চের দড়ি ছিঁড়ে তার ♉আঘাতে পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্𒊎ষ (বিআই🍰ডাব্লিউটিএ)।
তথ্যটি নিশ্চিত করেছেন নৌপুল🃏িশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, “ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। লঞ্চটি ঘ𝔍াটে বেঁধে✅ রাখা ছিল। হঠাৎ রশি ছিড়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।”
এ ঘটনায় তদন্ত কমিট🅠ি গঠিন করা হবে বলেও জানিয়েছেন নৌ🐽পুলিশের এই কর্মকর্তা।
জানা যায়, দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সম𝄹য় এমভি তাসরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়।