• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভেসে যাওয়ার ব্লু প্রিন্ট


রাজা সরকার
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৬:০৫ পিএম
ভেসে যাওয়ার ব্লু প্রিন্ট

অত রাগ পুষে রাখতে নেই
ভ্রু কুঁচকে রাখতে নেই অত
যুক্তির জানালা বন্ধ রাখতে নেই সব সময় 
কখনও আংকিক শৃঙ্খলে পথ হারালে  
মাঝে মাঝে জানালা খুলে আকাশ দেখা ভালো
মাঝে মাঝে ভালো শিলিগুড়ি বা লাটাগুড়ি যাওয়া 
চোখের আরাম থেকে প্রাণের আরাম
যুক্তির ফল নিয়ে কখনো ক্রোধ প্রকাশ করো না   
যুক্তি আসলে বিশুদ্ধ গণিত
ক্রোধ যুক্তির বারোটা বাজায়।

বরং মাঝরাতে উঠে উঠোনে জ্যোৎস্না দেখো 
দেখো নিশুতি রাতের জ্যোৎস্নায় কেমন করে
হেঁটে যায় বিমুগ্ধ বালক, হেঁটে যায় তার ছায়াখানি  
উঠোনের এ মাথা থেকে ও মাথায়, তখন তুমি 
চাইলে তোমার না-পড়া প্রেমপত্রটি পড়তে পারো 
চাইলে তার থেকে কিছু শব্দরাজি 
উড়িয়ে দিতে পারো চাঁদনি বাতাসে
মনে করতে পারো গতজন্মে এমনই একদিন
এই উঠোনে ফিসফিস করে একজোড়া প্রেম  
রচনা করেছিল তাদের ভেসে যাওয়ার ব্লু প💯্রিন্ট।

Link copied!