নতুন কিছু দেখলে নজর তো আটকে যাবেই। ভিন্ন আইডিয়ার প্রতিফলন হলে তা প্রশংসিত কিংবা সমালোচিত হয়। কিছু জ🏅িনিস আবার বিশেಌষ বলে উপাধি পায়। আর গিনেস বুকে জায়গা করে নেয়। তেমনই বিশাল মোরগ আকৃতির বিল্ডিং বানিয়ে বিশ্বরেকর্ড করেছেন রিকার্ডো ক্যানো গোয়াপো টান। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়।
মোরগের আকৃতির বিশাল এই বিল্ডিংটি বানানো রয়েছে ফিলিপাইন এক রিসোর্টে। দেশটির নিগ্রোস অক💫্সিডেন্টাল প্রদেশের রিসোর্টি অবস্থিত। যার নাম ক্যাম্পুয়েস্টোহান হাইল্যান্ড রিসোর্ট। রিসোর্টের মালিক হচ্ছেন পরিচালক রিকার্ডো ক্যানো গোয়াপো টান। সম্প্রতি তার তৈরি বিশাল♛ আকৃতির এই ভবনটি গিনেস রেকর্ডে ভূষিত হয়েছে।
জানা যায়, বিশাল মোরগ আকৃতির এই বিল্ডিং ১১৪ ফুট ৭ ইঞ্চি (৩৪.৯৩১ মিটার) লম্বা, উচ্চতায় ১২.১২৭ মিটার (৩৯ ফুট ৯ ইঞ্চি) প্রস্থ ২৮.১৭২ মি𒁏টার (৯২ ফুট ৫ ইঞ্চি) দৈর্ঘ্য। এটি কেবল গৃহপালিত মোরগের আকৃতিই নয়, বরং দৈত্যাকৃতির। দেখতে সত্যিকার মোরগের মতোই। বিল্ডিংটি ১৫ কক্ষ বিশিষ্ট একটি হোটেল। এয়ার কন্ডিশনার, আরামদায়ক বিছানা, টিভি এবং ঝরনাসহ সবকিছুরই ব্যবস্থা রয়েছে সেখানে।
এছাড়াও একটি বিশাল ওয়েভ পুল, বড় রেস্তোরাঁ, ক্যাফে, তিনটি সুইমিং পুল, হোটেল রুম▨, বনিতা কুঁড়েঘর, শত শত ডাইনোসর এবং কার্টুন/মার্ভেল চিত্র সেখানে রয়েছে।
বিল্ডিংটি বেশ প্রভাবশালী অবস্থানের কারণে পুরো এলাকায় আধিপত্য বিস্তার করেছে। স্থানীয় সংস্কৃতিকেও শ্রদ্ধা জানা🐈তে এই বিশাল বিল্ডিংটি তৈরি করা হয়েছে বলে জানান রিসোর্টের পরিচালক রিকার্ডো ক্যানো গোয়াপো টান।
রিসোর্টের পরিচালক জানান, বিল্ডিংটির ডিজ🔥াইন বেশ চ্যালেঞ্জিং ছিল। বিল্ডিংটিকে ঝড় এবং টাইফুন সহ্য করার মতো করেই তৈরি করা হয়েছে। পুরো বিল♛্ডিং তৈরিতে সময় লেগেছে মাত্র ৪৫৬ দিন।
২০১০ সালে রিকার্ডোর স্ত্রী নীতা ক্যাম্পুয়েস্টোহান হাইল্যান্ড রিসোর🍰্টের জন্য এই জমিটি কিনেন। পাহাড়ের মন্ত্রমুগ্ধকর দৃশ্য তাদেরকে অবাক করে দেয়। কিন্তু সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। আবার বিদ্যুতের অভাব ছিল। এরপরও অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধ হলে সেখানে রিসোর্ট নির্মাণের সিদ্ধান্ত নেন এই দম্পতি।
মোরগ আকৃতির বিল্ডিং বানানোর পেছনের কারণ সম্পর্কেও জানান রিসোর্টের পরিচালক রিকার্ডো। তিনি জানান, নিগ্রোস অক্সিডেন্টালের গেমফাউল শিল্প রয়েছে, যা ফিলিপাইনে লাখ লাখ লোককে নিয়োগ করে। তাদের ধারণা, মোরগ প্রবল বাতাসের মুখেও দাঁড়িয়ে থাকতে সক্ষম। যে কোনো ♏ধরনের অসুবিধা ও কষ্ট থেকে মোরগ দ্রুত পুনরুদ্ধার করার ক্ষমতা রাখে। সেই ধারণা থেকেই বিশাল মোরগ আকৃতির বিল্ডিং বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড