• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্ল্যাক ফ্রাইডে কবে, কেনাকাটায় কেন ছাড় থাকে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৮:১১ পিএম
ব্ল্যাক ফ্রাইডে কবে, কেনাকাটায় কেন ছাড় থাকে?
সূত্র: সংগৃহীত

বিশ্বব্যাপী বেশ আলোচিত ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার  ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পালিত হয়। সেই অনুযায়ী এই বছর ব্ল্যাক ফ্রাইডে পড়ছে ২৯ নভেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রে ‍‍`থ্যাঙ্কসগিভিং ডে‍‍` -এর পরের দিন ব্ল্যাক ফ্রাইডে পালন করা হয়। সেই অনুযায়ী বিশ্বব্যাপী দিনটি ঘটা করেই পালিতꦆ হয়।

ব্ল্যাক ফ্রাইডে মানেই কেনাকাটায় বিশেষ ছাড়। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে বিশেষ ছাড়ে কেনা🌱কাটার সুযোগ থাকে। কারণ এই ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার মধ্য দিয়ে ꩲযুক্তরাষ্ট্রে ক্রিসমাস শপিং শুরু হয়।

১৯৫২ সালে ব্ল্যাক 𒀰ফ্রাইডে দিনটি প্রথম উদযাপিত হয়। তবে বিশ্বব্যাপী আলোচিত হয়েছে গেল কয়েক দশক ধরে। ব্ল্যাক ফ্রাইডের নাম শুনে অশুভ দিন মনে হতে পারে। কিন্তু একদমই তা নয়। বরং এর উল্টোটাই ঘটে। যুক্তরাষ্ট্রসহ𝓰 বিশ্বের অনেক দেশের জনগণ দিনটির জন্য অপেক্ষায় থাকেন। কারণ এই দিনে মনমতো প্রিয় জিনিসগুলো বিশেষ ছাড়ে শপিং করার সুযোগ পান। তাই বছরের এই দিনটিকে শুভ বলেই বিবেচিত হয়।

১৯৬১ সালে ফিলাডেলফিয়ায় ব্ল্যাক ফ্রাইডে শব্দটির উদ্ভব হয়। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের উপাখ্যান অনুযায়🉐ী, থ্যাঙ্কস গিভিং ডে-এর পরের দিনটি ব্ল্যাক ফ্রাইডে। এই দিনে যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে বেশি লেনদেন হয়। পাশাপাশি এই দিনে ফুটবল খেলার আয়োজন করা হতো। শহরের রাস্তাজুড়ে প্রচুর মানুষের জমায়েত হতো। এই দিনে ট্রাফিক সামলাতে ফিলাডেলফিয়ার পুলিশদের বেগ পেতে হতো। সেই থেকেই ফিলাডেলফিয়ার পুলিশরা এই দিবসের নাম দেন ব্ল্যাক ফ্রাইডে। পরে নিউইয়র্ক টাইমস ১৯৭৫ সালের ২৯ নভেম্বর দিনটিকে ‍‍`বছরের ব্যস্ততম কেনাকাটা এবং ট্র্যাফিকের দিন‍‍` হিসেবে আখ্যায়িত করে। সেই থেকে দিনটি পালিত হয়ে আসছে বিশ্বের কয়েকটি দেশেই।

Link copied!