• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছোটদের ছুটির দিনটি কেমন হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৫:২০ পিএম
ছোটদের ছুটির দিনটি কেমন হবে
ছবি: সংগৃহীত

ছোটদের জন্য ছুটির দিন মানে হলো মজার, আনন্দের এবং বিশ্রামের সুযোগ। সপ্তাহের অন্যান্য দিন  স্কুলের পড়াশোনা, হোমওয়ার্ক এবং অনেক দায়িত্ব থাকে। ছুটির দিনে সেই চাপ থেকে মুক্ত হয়ে তারা  খেলতে, ঘুরতে, এবং নিজেদের পছন্দের কাজগুলো করতে চায়। তবে ছুটির দিনটি শুধু খেলাধুলা বা অবসর কাটানোর জন্য নয়। সঠিক পরিকল্পনা ও কিছু সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে এটি হতে পারে শিক্ষামূলক ও আনন্দদায়ক। ছোটদের ছুটির দিনটি কীভাবে কাটানো যায়, তার কিছু পরিকল্পনার নিয়ে আলোচনা করা হলোಞ।

সকালের সূচনা

ছুটির দিন শুরু হয় ভালোভাবে ঘুম থেকে ওঠার মাধ্যমে। সপ্তাহের অন্য দিনের তুলꦏনায় ছুটির দিন একটু বেশি ঘুমানো যেতে পারে। তবে অতিরিক্ত ঘুমানো ঠিক নয়। সকালটি একটু ফুরফুরে মেজাজে শুরু করা যেতে পারে। সকালে উঠেই একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর নাস্তা খাওয়া খুব জরুরি। যা সারাদিনের জন্য পর্যাপ্ত শক্তি জোগাবে। ফল, দুধ, ওটস বা অন্য কোনো পুষ্টিকর খাবার থাকতে পারে নাস্তায়। সকালের দিকে কিছু হালকা শারীরিক ব্যায়াম বা প্রিয় খেলায় অংশ নিতে পারে। এটি শরীরকে সক্রিয় রাখে। মনকে সতেজ করে তোলে।

সৃজনশীল কাজ

ছোটদের মন খুব কৌতূহলী এবং তারা নতুন কিছু শিখতে ও তৈরি করতে ভালোবাসে। ছুটির দিনে তাদের সৃজনশীল কাজের মধ্যে ব্যস্ত রাখꦰা গেলে তা তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে। ছোটরা ছবি আঁকতে খুব পছন্দ করে। তাই তাদের চিত্রাঙ্কনের জন্য বিভিন্ন রং এবং কাগজ দিয়ে ছবি আঁকার সুযোগ দিন। এছাড়া কাগজ কেটে বিভিন্ন জিনিস তৈরি করতে পারে, যা তাদের কল্পনাশক্তি বিকাশে সহায়ক। ছুটির দিনে গল্পের বই বা কমিকস পড়া ছোটদের জন্য খুবই উপভোগ্য হতে পারে। এটি তাদের ভাষার দক্ষতা বাড়ায় এবং নতুন কিছু শিখতে সাহায্য করে।

প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো

ছুটির দিনটিতে ছোটরা প্রাকৃতিক পরিবেশে সময় কাটালে তা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটানো একটি ভিন্নধর্মী আনন্দ দেয়। শিশুদের পার্কে নিয়ে যাওয়া যেতে পারে। সেখানে🔯 তারা মুক্ত বাতাসে খেলাধুলা করতে পারবে। যেমন- দৌড়, ফুটবল, বা সাইকেল চালানো। এ ধরনের খেলা তাদের শারীরিক বিকাশে সা꧙হায্য করে। ছুটির দিনে শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিত করানো যেতে পারে। পাখি দেখা, গাছের পাতা, ফুল বা পোকামাকড়ের বিভিন্নতা দেখা তাদের কৌতূহল বাড়ায় এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে।

শিক্ষামূলক কার্যকলাপ

ছুটির দিন শুধু খেলাধু♛লা এবং অবসরে কাটানোর জন্য নয়, বরং এটি শিক্ষামূলক কার্যকলাপের জন্যও ব্যবহার করা যেতে পারে। তবে এই কার্যকলাপগুলি যেন আনন্দময় হয়, তা নিশ্চিত করতে হবে। ঘরে  কিছু সাধারণ উপকরণ দিয়ে মজার বিজ্ঞান পরীক্ষা করা যায়। যেমন, একটি সহজ রকেট তৈরি বা পানির সঙ্গে রং মিশিয়ে বিভিন্ন রঙের মিশ্রণ তৈরি করা। এছাড়া হস্তশিল্পের মাধ🀅্যমে তাদের সৃজনশীলতা বাড়ানো যায়। শিক্ষামূলক কার্টুন বা প্রামাণ্যচিত্র দেখানো যেতে পারে। যা শিশুরা আনন্দের সঙ্গে শিখতে পারে। বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল বা ভিডিওতে সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে মজার তথ্য পাওয়া যায়।

পরিবারের সঙ্গে সময় কাটানো

ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানো ছোটদের জন্য খুবই উপভোগ্য। এটি তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সখ্যতা বাড়ায়। ছোটরা মজা করে পরিবারের গৃহস্থালি ক💃াজে অংশগ্রহণ করতে পারে, যেমন- রান্নাঘরে মা-বাবাকে সাহায্য করা কিংবা ছোট ছোট ঘর পরিষ্কার করা। এতে ত🐓াদের দায়িত্ববোধ বাড়ে। পরিবারের সদস্যদের সঙ্গে বোর্ড গেম, ক্যারম, বা অন্য কোনো ইনডোর গেম খেলতে পারে। এটি পরিবারের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে এবং শিশুদের আনন্দ দেয়।

প্রিয় কাজ

বিকেলের দিকে ছোটরা নিজেদের প্রিয় কাজের মাধ্যমে সময় কাটাতে পারে। ছুটির দিন হলে ছোটরা তাদের বন্ধুদের সঙ্গে খেলতে পারে।♕ এটি সামাজিক দক্ষতা বাড়ায়। এছাড়াও প্রিয় কার্টুন বা সিনেমা দেখা একটি চমৎকার উপায়। ছোটদের প্রিয় চরিত্রগুলোর সঙ্গে সময় কাটানো তাদেღর আনন্দ দিতে পারে।

Link copied!