আমাদের চলার পথে বিভিন্ন রকম সম্পর্ক তৈরি হয়। পরিবারের বাইরে সেই সম্পর্ক হতে পারে বন্ধুত্বের বা প্রেমের। সম্পর্ক যেটাই হোক না ✱কেন তাদের মধ্যে কেউ কেউ আবার আপনাকে ব্যবহার করতে চাইবে। আপনাকে নিজের সুবিধামতো কেউ ব্যবহার করছে কি না, তা বুঝতে সম্পর্কের গতিবিধির দিকে একটু নজর দিলেই হবে। দেখে নিন কোন লক্ষণে বুঝবেন কে আপনাকে ব্যবহার করছে-
- কিছু কিছু মানুষ আছে যারা শুধু তখনই যোগাযোগ করবে, যখন তার কোনও কিছুর প্রয়োজন হবে। প্রয়োজন ছাড়া তাদের জন্য আপনার সঙ্গে যোগাযোগ, দেখা-সাক্ষাৎ তেমন জরুরি কিছু নয়। এমনকি আপনার প্রয়োজনেও তাদের পাওয়া যায় না। তখনই বুঝবেন সে আপনার জন্য যুতসুই মানুষ না।
- বন্ধুদের আড্ডায় এমন কেউ থাকলে যে হঠাৎ আপনার উপস্থিতিতে সে যেনো হাতে আকাশের চাঁদ পেলো- এমন আচরণ প্রায়ই করে। দেখা হওয়ামাত্রই বন্ধু-বন্ধু বলে চিৎকার দিতে দিতে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরে। খুঁটিনাটি সব কাজে আপনাকে ছাড়া সে বড় অসহায়। আপনিও তার কাজে অন্তপ্রাণ একজন। ভাবছেন, কি চমৎকার মনের একজন বন্ধু পেয়েছেন আপনি। আসলে বোকার স্বর্গে বাস করছেন আপনি। ভেবে দেখুন, আপনার কোনো কাজে তার টিকির দেখাটিও নেই। এখনও সময় আছে, মোহ থেকে বেরিয়ে আসুন। অন্যান্য বন্ধুদের সাথে আপনার আরও মজার সময় কাটবে।
- যেকোনো কথায় `না` বলার অধিকার সবারই রয়েছে। কিন্তু এই অধিকারটিও খর্বিত হয় কারো কারো কাছে। কিছু মানুষ এমন ভাবে এসে আপনাকে বলবে আপনি না করতে পারবেন না। আপনাকে কাজটা করেই দিতে হবে। আপনার সময় বা ব্যস্ততার কোনও মূল্যই নাই তার কাছে। তখনই ভাবার সময় আসবে আপনাদের সম্পর্ক নিয়ে।
- আপনি যাকে ভালোবাসেন তার কথা হয়ত সবসময় ভাবেন। তার ভাল মন্দে আপনারও একই অনুভূতি তৈরি হয়। অথচ দেখা যায় আপনার খারাপ সময়েও সে দিব্যি অন্যদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আপনার সঙ্গ দিচ্ছে না। আপনার বিপদে তাকে আপনার ধারে কাছেও আসছে না তখনই বুঝবেন সে এতোদিন আপনার সঙ্গে সময় কাটিয়েছে। আপনার প্রতি তার কোন মনোযোগ নেই।
- কেউ কেউ আছে প্রথমে আপনার সঙ্গে এমন ব্যবহার করবে যেন আপনার প্রতি খুব যত্নশীল। আপনার সব বিষয় খেয়াল রাখে। তখন আপনিও তাকে অন্ধভাবে বিশ্বাস করে তার সব কথা শুনবেন। তার সব কাজে হাত লাগাবেন। তখন দেখা গেল আপনিই তার জন্য করে যাচ্ছেন। এর মধ্যে যদি তার কোন কথায় আপত্তি করেন তখনই তার আসল চেহারা বের হয়ে আসবে। তাই আগেয় সচেতন হোন। কাউকেই অন্ধ ভাবে বিশ্বাস করবেন না। করলেই বিপদে পড়তে পারেন।
- সম্পর্ককে যারা একতরফা প্রয়োজন মেটানোর উৎস হিসেবেই দেখে যান, তাদের কাছে অপর পক্ষের চাওয়া-পাওয়া, প্রয়োজন-প্রত্যাশা কিছুই গুরুত্ব পায় না। তারা সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তাদের কাছে `আমরা` শব্দটা কখনো সত্যিকার অর্থে স্থান পায় না, থাকে শুধু `আমি, আমি এবং আমি`। তাদের ক্ষেত্রে আরেকবার ভাবুন।