• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেসব নিয়ম মানলে গরমেও ভালো থাকবে মেকআপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০২:৩৯ পিএম
যেসব নিয়ম মানলে গরমেও ভালো থাকবে মেকআপ
ছবি : সংগৃহীত

প✱ূজার ঢাক বেজে গেছে। শুরু হতে বেশি সময় বাকি নেই। আর পূজা মানেই খাওয়া দাওয়া, ঘুরাঘুরি।ꦗ নতুন নতুন জামা কাপড় পরে আর সেজেগুজে মন্ডপে মন্ডপে ঘুরাঘুরি হবে, অনেক আড্ডা হবে। তবে সবকিছুই হবে গরমে। রোদ বা বৃষ্টি যে কোন পরিস্থিতির সামনে পড়তে হবে। সেক্ষেত্রে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে কিছু বিষয় মেনে মেকআপ করলে নিশ্চিন্তে ঘুরাঘুর করতে পারবেন, গলবে না মেকআপ। চলুন দেখে নেই-  

রুক্ষ ও শুষ্ক ত্বকে ঠিক ভাবে মেকআপ বসে না। তাই সবার আগে ত্বক প্রস্তুত করতে হবে। প্রথমেই ত্বক এক্সফলিয়েট করে নিন। এতে মৃত কোষ দূর হয়ে ত্বক হবে কোমল। এরপর এক টুকরো বরফ ঘষে নিন। এমনকি এই কৌশল ম🅘ানলে ত্বক ঘেমে মেকআপ নষ্ট হবে না।

মেকআপ করতে ব্যবহার করতে পারেন ওয়াটার প্রুফ প্রাইমার🤡। এর পর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুনꦗ।

গরমে ফাউন্ডেশন গলে যেতে পারে। তাই গরমে মেকআপꦐের বেস হালকা হওয়াই ভালো। আপনি চাইলে ফাউন্ডেশ🥂নের পরিবর্তে সিসি বা বিবি ক্রিমও ব্যবহার করতে পারেন।

গরমে সবচেয়ে তাড়াতাড়ি গলে যায় চোখের মেকআপ। তাই চোখের ক্ষেত্রেও ওয়াটার প্রুফ আইলাইনার ও আইশ্যাডো ব্যবহার করুন। চোখের সৌন্দর্য বজায় রাখতে এই꧋ ধরনের আইলাইনার চোখে লাগান।

সবশেষে মেকআপ ক🌠🐟রার পর সেটিং স্প্রে লাগিয়ে নিতে হবে। নয়তো ঘেমে বা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যেতে পারে চেহারা।

Link copied!