জাপানে যৌন꧒সম্পর্ক ছাড়াই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন কয়েক কোটি বিবাহিত দম্পতি। তারা একসঙ্গে থাকলেও যৌনতা নিয়ে কোনো আগ্রহ নেই। ফলে দেশটিতে জন্মহার উদ্বেগজনক হারে কমে যাচ্ছে।
শুধু𝓰 তাই নয়, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যেও যৌন সম্পর্কের হারও কমে যাচ্ছে। তারা প্রথম ღচুম্বনের অভিজ্ঞতাও হারাতে বসেছেন। ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে এই হার আরও কম। ছেলেমেয়েরা যৌনতায় আগের চেয়ে অনীহা বোধ করছেন বেশি।
জাপান সেক্স এডুক🎶েশন অ্যাসোসিয়েশন পরিচালিত দুটি সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। জাপানের ১২ হাজার ৫৬২ জন ছাত্র-ছাত্রী সমীক্ষায় অংশ নেয়। ১৯৭৪ সাল থেকে এই সমীক্ষা শুরু হয়। প্রতি ছয় বছর অন্তর এই সমীক্ষা চালানো হয়। এবারের ফলাফল সবচেয়ে নেতিবাচক। যা জন্মহার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
পরিচালিত প্রথম সমীক্ষায় দেখা যায়, ১৫-১৮ বছর বয়সি প্রতি চারজন কিশোরের মধ্যে মাত্র একজনেরই প্রথম চুমু নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিশোরীদের মধ্যে এই হার আরও কম, মাত্র এক চতুর্থা✃ংশের বেশি কিশোরী প্রথম চুমুর স্বাদ নিয়েছেন। খবর বিবিসি’র।
মুসাশি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ইউসুকে হায়াশির মতে, কোভিডের সময় স্ক🐼ুল বন্ধ থাকা ও শারীরিক যোগাযোগের ওপর বিধিনিষেধের কারণে অনেক কিশোর-কিশোরী যৌনতা সম্পর্কে আগ্রহ হারꦯিয়েছে।
দ্বিতীয় সমীক্ষায় দে🐈খা গেছে, জাপানের অর্ধেকের বেশি বিবাহিত দম্পতি যৌন সম্পর্কহীন। গত কয়েক বছর ধরে এই সংখ্যা না কমে বরং বেড়েছে। যৌথ জীবন যাপন করলেও দম্পতিদের মধ্যে যৌনতা একেবꦬারেই থাকছে না।
এর আগে ২০১৭ সালে পরিচালিত এক জরিপে অংশগ্রহণকারী ২২ শতাংশ জাপানি বিবাহিত নারী যৌনতাকে বিরক্তিকর ব🀅লে উল্লেখ করেছেন। আর ৩৫.২ শতাংশ জাপানি পুরুষ মনে করেন কাজের পর ক্লান্তির জন্য যৌনতা নিয়ে তাদের কোনো আগ্রহ থাকে না। এসব কারণে জাপানে দিন দিন জনসংখ্যা কমছেই।
বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার ব্যয়, শিক্ষা আর কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ার পাশাপাশি জন্মনিরোধক ব্যবস্থার সহজলভ্যতার কারণে জাপানে ꦜনারীরা সন্তান নেয়ার আগ্রহ হারাচ্ছেন। কিছু গব𝔍েষক আশঙ্কা করছেন, বর্তমানে সাড়ে ১২ কোটি জনসংখ্যা থাকা জাপানের জনসংখ্যা শতাব্দীর শেষ নাগাদ ৫ কোটির নিচে নেমে আসতে পারে।