সুস্থ থাকার ൲জন্য বিশুদ্ধ পানি পান জরুরি। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য এখন পানির ফিল্টারের ব্যবহার বেড়েছে। আগে পানি ফুটিয়ে বিশুদ্ধ করা হতো। কিন্তু প্রযুক্তির উন্নয়নে পানির ফিল্টারের উদ্ভব হয়েছে। যাতে পানি দিলেই বিশুদ্ধ হয়ে যায়। তাই সময় ধরে চুলায় পানি ফুটানোর ঝামেলা থাকে না।
বর্তমান সময়ে প্রায় প্রতিটি ঘরেই পানির ফিল্টার ব্যবহার হচ্ছে। আধুনিক এসব ফিল্টারে রয়েছে রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তি, ইউভি, অ্যালকালাইন, টিডিএস এবং এমএফ ফিল্টারিংয়ের মতো প্রযুক্তি। যা পানির ময়লা দূর করে এবং ক্ষতিকর বিভিন্ন জীবাণু আর গন্ধও দূর হয়ে যায়। এছাড়াও পানিতে মিশে থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থ, ভারী ধাতু, অন্যান্য দূষিত পদার্থ সম্প൲ূর্ণরূপে দূর করে দেয় আধুনিক পানির ফিল্টার।
পানির ফিল্টার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে পিওরইট, কেন্ট, আকুয়া প্রো, পিউরিকম, ল্যান সান ইত্যাদি। এসব মেশিনের সাথে স্টোরেজ ট্যাঙ্ক যুক্ত থাকে। অনেক ফিল্টারে ঠান্ডা ও গরম পানির সুবিধাও রয়েছ🧸ে। তাই প্রয়োজন বুঝে যেকোনো ব্র্যান্ডের পানির ফিল্টার কিনে নিতে পারেন।
তবে ফিল্টার ব্যবহারের সঠিক নিয়ম জানত⛦ে হবে। বিশেষ করে ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ফিল্টার নিয়মিত পরিষ্কার না করলে বিশুদ্ধ পানিও পাওয়া যাবে না। এমনকি ফিল্টারের কার্যক্ষমতাও নষ্ট হয়ে যেতে পারে। তাই যন্ত্রটি নিয়মিত পরিষ্কার করুন।
· ফিল্টার পরিষ্কার না করলে পান🐲িতে শ্যাওলা জমতে পারে। যা থেকে আর বিশুদ্ধ পানি পাওয়া যাবে না। তাই ফিল্টারের পানি প্রতিদিন বদলানো উচিত।
· ﷺ প্রতি সপ্তাহে একবার ফিল্টারের সিরামিক পরিষ্কার করুন। নেটের ব্যাগ ব্যবহার করে এটি পরিষ্কার করে নিতে𝔍 পারেন।
· 🐼 ফিল্টারের কার্টিজ সময়মতো বদলাতে হবে। পানিতে ময়লা বেশি থাকলে কার্টিজও দ্রুত বদলে নিতে হবে। এছাড়া প্রতি তিন থেকে ছয় মাস অন্তর কার্টিজ বদলে নিন।
· 💞; কার্টিজের সঙ্গে ফিল্ট﷽ারের মাইক্রো ফাইবার ম্যাশ বা ছাঁকনিটাও বদলে দিন।
· ফিল্টারের ভেতর গরমඣ পানি ঢালা যাবে না। এমনকি সরাসরি কলের নিচে রেখে ফিল্টারে পানি ঢালা যাবে না।
· ফিল্টার পরিষ্কার করতে ൩সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না। পাত্রে ডিশ ওয়াশিং লিকুইড গুলিয়ে নেটের ব্যাগ দিয়ে হালকা করে ভেতরটা পরিষ্🤡কার করে নিন। এরপর পাত্রে পানি নিয়ে ফিল্টার ধুয়ে নিন।
· সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে ফিল্টারটি ডুবিয়ে রাখতে পারেন। ঘণ্টাখা𒁏নেক পর একটি নরম ব্রাশ দিয়ে ফিল্টারটি ঘষে পরিষ্কার করুন। ভিনেগারের বদলে লেবুও ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করে দেবে।
· ফিল্টারের বিদ্যুত সংযোগটি চালু রাখুন। ময়লা পানি ড্রেন পাইপ দিয়ে ব𒁏াইরে বের হয়ে যাবে। পানি বিশুদ্ধ থাকবে।