• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছুটির দিনটা যেভাবে কাটাবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৫:০২ পিএম
ছুটির দিনটা যেভাবে কাটাবেন
ছুটির দিনটি প্রাণ ভরে উপভোগ করুন। ছবি : সংগৃহীত

সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর একদিন কিংবা দুইদিনের ছুটি মেলে। ছুটির দিনটি দ্রুতই কেটে যায়। হয়তো কিছু জমে থাকা কাজ করে কিংবা একদমই আলসেমিতে পার হয়ে যায়। নানা কাজের ভিড়ে ছুটির দিনটি বেশিরভাগই পরিকল্পনা ছাড়াই হ﷽য়তো কাটꦯিয়ে দিচ্ছেন। কিন্তু পরে আফসোস হয়, এটা করলে ভালো হতো বা ওখানে ঘুরে আসা যেত। এমন আফসোস না করে ছুটির দিনের জন্য আগেই পরিকল্পনা করে রাখুন।

  • ছুটির দিনে অফিসে যাওয়ার ঝামেলা থাকে না। তাই ইচ্ছে মতো ঘুমিয়ে উঠতে পারেন। মেয়েদের জন্য এটা কষ্ট হয়ে যায়। কারণ পরিবারের সবার জন্য নাস্তার ব্যবস্থা করতে হয়। তবে এই দিনটিতে হালকা নাস্তার আয়োজন রাখুন। যা ঝটপট সেরে নেওয়া যায়।
  • বই পছন্দ করেন? যদি বইপ্রেমী হন তবে ছুটির দিনটি বই পড়েই কাটাতে পারেন। গরম কফির সঙ্গে তেলে ভাজা খাবার হলে তো আরও মজা হবে।
  • স্বাস্থ্য সচেতনরা ছুটির দিনটি একটু বেশি শরীরচর্চা করতে পারেন। জিমে না গেলেও ঘরেই একটি সময়ে শরীরচর্চা করে নিন। রিলাক্স লাগবে।
  • পরিবারকে সময় দিন। ছুটির দিন ছাড়া পরিবারে সবার সঙ্গে সময় কাটানোই হয় না। তাই ছুটির দিনে শুধু পরিবারকেই সময় দিতে পারেন। একসঙ্গে কোথাও ঘুরেও আসতে পারেন।
  • ছুটির দিনে মেয়েরা পার্লারের জমে থাকা কাজগুলো করিয়ে নিতে পারেন। পার্লারে অনেকটা সময় থাকতে হয়। যা ছুটির দিন ছাড়া সম্ভব হয় না। তাই এই দিনটিতে পার্লারের কাজগুলো সেরে নিন।
  • সারা সপ্তাহের বাজারটা ছুটির দিনে করে নিতে পারেন। তবে যেদিন বাজারে যাবেন, সেদিন সকালেই ঘুম থেকে উঠুন। সকালেই বাজার সেরে ফেলুন। এতে টাটকা মাছ, মাংস, সবজি পাওয়া যাবে।
  • রাতের সময়টা সিনেমরা দেখে কাটাতে পারেন। রাতের খাবারও একসঙ্গে খান। পরিবারকে নিয়েই ছুটির দিনটি উপভোগ করুন। প্রয়োজনে বন্ধুদের বাসায় ডেকে আড্ডাও দিতে পারেন।
  • ছুটির দিনে পরিবারকে নিয়ে পিকনিকও করে আসতে পারেন পছন্দের জায়গা থেকে। বাচ্চারাও আনন্দ পাবে।
Link copied!