মানুষভেদে কানের আকৃতিও আলাদা আলাদা হয়।। কারও কান হয়তো আকারে একটু বড় কারও আবার ছোট। কিন্তু আবাক করা বিষয় হলো কানের আকৃতি বলে দেয় মানুষের। চলুন জেনে নেওয়া যাক কোন আকৃতির কান কেমন ব্যক্তিতও্ব প্রকাশ করে-
বড় ধরণের কান
যাদের কানের আকৃতি বড়, তারা মূ🦩লত শান্ত স্বভাবের হন। তারা অবিচলিতভাবে জীবনের সব ধরনের পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। এ ধরনের ব্যক্তিরা আত্মবিশ্বাসী ও কর্তৃত্বপূর্ণ স্বভাবের হন। তারা সহজে হাল ছেড়ে দেন না বা হতাশ হয়ে পড়েন না। নিজেরাই কঠিন পরিস্থিতি মোক🌌াবিলা করার চেষ্টা করেন।
ছোট কান
ছোট কানের ব্যক্তিরা লাজুক স্বভাবের হন। তারা অন্তর্মুখী। একা বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে উপভোগ 𝄹করেন তারা। ♛তারা সব বিষয়ে কম কথা বলেন। যখন প্রয়োজন হয় কেবল তখনই নিজেকে উপস্থিত করেন। এ ধরনের মানুষেরা সৃজনশীল হয়ে থাকেন।
সংযুক্ত কানের লোব
যাদের কানের লোব সংযুক্ত তারা আবেগী হন। সহানুভূতিশীল ও বোধগম্য ব্যক্তিত্বের অধিকারী তারা। তবে আবেগ দিয়ে🎉 চিন্তা না করে তারা সব বিষয়ে যুক্তি দিয়ে ভাবেন।
নির্দেশিত কান
যাদের কান বিন্দুযুক্ত তারা কল্পনাপ🦹্রবণ হন। তꦫারা অনেক বুদ্ধিমানও হন বটে। এ ধরনের মানুষেরা উচ্চাকাঙ্ক্ষী ও নিজের আবেগ প্রকাশ করতে ভয় পান না।